আজকের শীর্ষ খবর:
- ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট প্রস্তাবটি গণভোটে পরাজিত হয়েছে। গত ১৪ অক্টোবর, শনিবার, ছয়টি স্টেটে এবং নর্দার্ন টেরিটোরিতে বেশিরভাগ অস্ট্রেলিয়ান ‘নো’ ভোট দিয়েছেন। তবে, অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি বা এসিটি-তে বেশিরভাগ অস্ট্রেলিয়ান ‘ইয়েস’ ভোট দিয়েছেন।
- সাবেক প্রধানমন্ত্রী এবং বিয়ন্ড ব্লু-র চেয়ার জুলিয়া গিলার্ড বলেন, ইনডিজেনাস ভয়েস টু পার্লামেন্ট গণভোটের ফলাফলের মুহূর্তটি অস্ট্রেলিয়ার জন্য চিন্তাভাবনার সুযোগ এনে দিয়েছে।
- সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলা হাজার হাজার লোক হতাহত হওয়ার পর ইসরায়েল যে ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট। এই সপ্তাহে সংসদ পুনরায় চালু হলে এর উভয় কক্ষে এ বিষয়ক মোশন বা প্রস্তাব আনবে সরকার।
- হামাস-কে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গাজায় হামাসের মূলোৎপাটনের জন্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তার সেনাবাহিনী।
- আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংলাপ ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা-সহ ৫টি সুপারিশ করেছে বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল।
- দিল্লিতে ওয়ানডে বিশ্বকাপে বিশ্ব-চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপ ইতিহাসে এটি আফগানদের দ্বিতীয় জয়।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









