আজকের শীর্ষ খবর:
- সীমান্ত নিরাপত্তা সমস্যা নিয়ে অতিরঞ্জন না করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট সেনেটর জ্যাকি ল্যাম্বি। তবে, আশ্রয়প্রার্থীদের নিয়ে আসা বোটের সংখ্যা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে সরকারের সমস্যা হতে পারে বলে সতর্ক করেন তিনি।
- গত সপ্তাহে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বোটে করে প্রায় ৪০ জন আশ্রয়প্রার্থী আসে। তাদেরকে নাউরুতে অস্ট্রেলিয়ার অফশোর ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
- এদিকে, আশ্রয়প্রার্থীদের দুর্দশা নিয়ে রাজনীতি না করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন আশ্রয়প্রার্থীদের সমর্থক গোষ্ঠী। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিগল বে এর নিকটবর্তী একটি ইনডিজেনাস কমিউনিটির কাছাকাছি এলাকায় বোটে করে আসা এই লোকদেরকে পাওয়া যায়। বলা হচ্ছে যে, এরা পাকিস্তান, ভারত ও বাংলাদেশ থেকে এসেছেন।
- ভিক্টোরিয়ায় ফেডারাল আসন ডাঙ্কলির উপনির্বাচনে লিবারাল পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়ন দিয়েছে ফ্রাঙ্কস্টন সিটির মেয়র নেইথন কনরয়কে। ২ মার্চ এই উপনির্বাচনে সরকারের কর্মক্ষমতার মূল্যায়ন করা হবে বলেছেন বিরোধী দলীয় নেতা পিটার ডাটন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









