আজকের শীর্ষ খবর:
- অকাস সামরিক অংশীদারিত্বে নিউ জিল্যান্ডের সম্ভাব্য সম্পৃক্ততা নিয়ে আলোচনা করতে সেখানে একটি প্রতিনিধি দল পাঠাবে অস্ট্রেলিয়া। প্রতিরক্ষা ক্ষেত্রে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আলোচনা করতে উভয় দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা আলোচনা করেছেন।
- জলবায়ু পরিবর্তনের হুমকি যতদিন থাকবে, ঝুঁকিপূর্ণ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় গ্রেট ব্যারিয়ার রিফের অন্তর্ভুক্তির সম্ভাবনাও ততদিন থাকবে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এ কথা জানিয়েছে। এই তালিকাভুক্ত হওয়া থেকে রক্ষা পেতে অস্ট্রেলিয়া বছরের পর বছর চেষ্টা করেছে। ২০২৩ সালে এর অন্তর্ভুক্ত হওয়া থেকে অস্ট্রেলিয়া সাময়িকভাবে রক্ষা পেয়েছে। তবে, ফেব্রুয়ারির মধ্যে অগ্রগতি প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনে মানবিক সঙ্কটের জন্য অস্ট্রেলিয়ান সরকারের আরও সহায়তার জন্য আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ACFID, যা অ্যাকফিড নামে পরিচিত। সাহায্য সংস্থাগুলোর সহ-স্বাক্ষরিত একটি চিঠিতে, প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াংকে মানবিক কর্মসূচির জন্য তহবিল বাড়াতে এবং অন্তর্বর্তী আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে প্রকাশ্যে সমর্থন করতে বলেছিল এই কাউন্সিল।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









