আজকের শীর্ষ খবর:
- আগামী সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বি-পাক্ষিক সফরের আগে, ইসরায়েল সফরের কথা অস্বীকার করলেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি। কারণ, অস্ট্রেলিয়ান লেবার পার্টি জোর দিয়ে বলছে যে, ইসরায়েল-হামাস সংঘর্ষের ইস্যুতে এটি দ্বিধা-বিভক্ত নয়।
- “অস্থির নিরাপত্তা পরিস্থিতি”র কথা উল্লেখ করে, অস্ট্রেলিয়ানদেরকে লেবাননে ভ্রমণ না করার জন্য আহ্বান জানানো হয়েছে।
- সেন্ট্রাল কুইন্সল্যান্ডে এখনও হুমকি হয়ে রয়েছে একটি বুশফায়ার। এখনও বাড়ি-ঘরে ফিরতে পারছে না সেখানকার বাসিন্দারা।
- গাজায় ফিলিস্তিনিদের জন্য জ্বালানি, খাদ্য, পানি এবং ওষুধ প্রদানের সুবিধার জন্য দুই সপ্তাহের মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল পাঠাবে ইওরোপীয় ইউনিয়ন।
- গাজার আল আহলি হাসপাতালে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় সমবেদনা জানাতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।
- ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









