আজকের শীর্ষ খবর:
- নিউ সাউথ ওয়েলস পুলিসের সাবেক গোয়েন্দা রজার রজারসন কারাগারে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। জেমি গাও নামের একজন শিক্ষার্থীকে হত্যার অভিযোগে ২০১৬ সালে রজারসনের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
- কুইন্সল্যান্ডে বৃহস্পতিবারের মধ্যে একটি ক্যাটাগরি থ্রি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। ব্যুরো অব মিটিওরোলজি এ কথা জানিয়েছে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি কোরাল সি-তে তৈরি হচ্ছে। ধারণা করা হচ্ছে যে, আগামীকাল মঙ্গলবারের মধ্যে এটি পুরোপুরি আকার লাভ করবে।
- অস্ট্রেলিয়ায় বাসস্থান ক্রয়-ক্ষমতা হ্রাস পেয়েছে বলে নতুন একটি রিপোর্টে দেখা গেছে। সরাসরি আবাসন নির্মাণের চেয়ে প্রাইভেট মার্কেট ভর্তুকি অগ্রাধিকার পাওয়ার বিষয়টিকে এর কারণ হিসেবে বলা হয়েছে।
- মস্কো যাওয়ার পথে উত্তর আফগানিস্তানে রাশিয়ার একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে জ্বালানি কম ছিল বলে জানা গেছে। এতে ছয় জন যাত্রী ছিল। তালেবান কর্মকর্তারা বলেছেন, এদের মধ্যে দু’জন নিহত হয়েছে এবং বাকি চার জন এখন তাদের কাছে রয়েছে।
- আগামী ২৬ ও ২৭ জানুয়ারি ‘কালো পতাকা মিছিল’ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
- গ্রান্ড স্লামে সবচেয়ে বেশিবার কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ডে রজার ফেদেরারের পাশে বসেছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে এই সার্ব তারকা ফ্রান্সের আদ্রিয়াঁ মানারিনোকে পরাস্ত করেন ৬-০, ৬-০ এবং ৬-৩ সেটে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









