আজকের শীর্ষ খবর:
- রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসন। ফেব্রুয়ারির শেষ নাগাদ তিনি ফেডারাল পার্লামেন্ট থেকে বিদায় নেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ মঙ্গলবার তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। এরপর তিনি কর্পোরেট সেক্টরে কাজ করবেন ও পরিবারকে আরও বেশি সময় দিবেন বলে উল্লেখ করেন।
- এই প্রথমবারের মতো সাইবার নিষেধাজ্ঞার ক্ষমতা ব্যবহার করলো অস্ট্রেলিয়া। এটি প্রয়োগ করা হয়েছে আলেকজান্ডার এমরাকভ নামের একজন রাশিয়ান ব্যক্তির প্রতি, যিনি ২০২২ সালের অক্টোবরে মেডিব্যাংক প্রাইভেট নেটওয়ার্ক ব্রিচিং-এর সঙ্গে জড়িত ছিলেন। সেই সাইবার হামলায় অন্তত ৯.৭ মিলিয়ন মেডিব্যাংক গ্রাহকের নাম, জন্ম-তারিখ এবং ফোন নম্বর-সহ ব্যক্তিগত তথ্যাবলী হাতিয়ে নেওয়া হয় এবং ডার্কওয়েবে প্রকাশ করা হয়।
- দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের চাপ থাকা সত্ত্বেও, নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে কর্মীদের বেতন মূদ্রাস্ফীতির চেয়েও বেশি বাড়তে দেখা যাচ্ছে। কর্মসংস্থানের ওয়েবসাইট সিক এর তথ্য মতে, তাদের প্লাটফর্মে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিগুলোতে, ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ দেখা গেছে, প্রস্তাবিত বেতনের বৃদ্ধি ঘটেছে ৪.৫ শতাংশ। এদিকে, মুদ্রাস্ফীতির হার বর্তমানে ৪.৩ শতাংশ।
- হামাস এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি আরও নিষেধাজ্ঞার ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার ফেডারাল সরকার। সরকার বলছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইওরোপীয় ইউনিয়নের মতো মিত্রদের দ্বারা আরোপিত নিষেধাজ্ঞাগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার আরোপ করা নিষেধাজ্ঞাগুলো সামঞ্জস্য রাখে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









