আজকের শীর্ষ খবর:
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করার সময়ে অকাস চুক্তির অগ্রগতির জন্য তার যথাসাধ্য করার জন্য প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজির প্রতি আহ্বান জানানো হয়েছে।
- নিউ সাউথ ওয়েলসে রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে আগুনে লেগেছে। নিউ সাউথ ওয়েলস পুলিস বলছে যে, তারা রাজ্যের মিড নর্থ কোস্টে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করছে।
- সপ্তাহান্তে, মেলবোর্নের কাছে একটি শেডের অগ্নিকাণ্ডে আরও দু’টি শিশু মারা যাওয়ার পরে, দুই সহোদর এখনও তাদের জীবনের জন্য লড়াই করছে।
- বন্দী দু’জন ইসরায়েলিকে ছেড়ে দিয়েছে হামাস। তারা এখন ইসরায়েলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন। তাদেরকে ইসরায়েলের একটি চিকিৎসা-কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
- গাজায় আটকে পড়া অস্ট্রেলিয়ানরা বলছেন, রাফা সীমান্ত অতিক্রম করে মিশরে যাওয়ার জন্য তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে। তবে, এটি এখনও বন্ধ আছে।
- ঘূর্ণিঝড় ‘হামুন’ আঘাত হানতে পারে আগামী কাল। বাংলাদেশের তিনটি সমুদ্রবন্দরকে ৪ নম্বর সতর্ক-সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে।
- ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে আফগানিস্তান।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









