শীর্ষ সংবাদ
- অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর পদাতিক যুদ্ধের যান তৈরির জন্য দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানিকে বেছে নেওয়া হয়েছে।
- অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান, লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্ট বলেছেন, এগুলো তৈরির জন্য একটি কোম্পানি নির্বাচন করা জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।
- সিডনির সাউথ-ওয়েস্টে দু’ব্যক্তির সঙ্গে সংঘর্ষের পর এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই সপ্তাহে, এই অঞ্চলে এটি গোলাগুলির পঞ্চম ঘটনা। সিডনিতে গ্যাং ওয়ার বা অপরাধী চক্রের মাঝে সংঘাত বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
- দাবানলের ঘটনায় গ্রিসের মধ্যাঞ্চলে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মানুষজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।
- নারীদের সাঁতারে দীর্ঘদিন ধরে অটুট থাকা বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন অস্ট্রেলিয়ার মলি ও’ক্যালাঘান। গতকাল রাতে জাপানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে নতুন রেকর্ড গড়েন। এক্ষেত্রে তিনি সময় নিয়েছেন এক মিনিট ৫২.৮৫ সেকেন্ড।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









