গুরুত্বপূর্ণ দিক:
- সাঁতার শেখার সময়ই পানিতে নিরাপদ থাকা ও ডুবে গেলে কী করতে হয় তা জেনে নেয়া জরুরী
- বিভিন্ন বয়সের উপরে শিশুদের সাঁতার দক্ষতা নির্ভর করে
- প্রাথমিক বিদ্যালয়গুলি সাঁতার শেখানোর ব্যবস্থা করে, বিভিন্ন স্টেট ও টেরিটরিতে স্পোর্টস ভাউচার দেয়া হয়ে থাকে
অস্ট্রেলিয়াজুড়ে ছোট-বড় অনেক ধরণের জলাধার রয়েছে। তাই নদী হোক কি সমুদ্র, কোনো হ্রদ হোক বা স্থানীয় সুইমিং পুল, শিশুদের পানির চারপাশে বেড়ে ওঠা এই দেশে খুব স্বাভাবিক একটি ঘটনা।
কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এ কারণেই প্রতি বছর পানিতে ডুবে অনেক শিশুর মৃত্যু ঘটে।

২০২২ সালে সিডনির হাসপাতালগুলোয় পানিতে ডোবার ফলে আসা শিশুদের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সিডনি চিলড্রেনস হসপিটালস নেটওয়ার্ক এবং নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের বিশেষজ্ঞরা নতুন করে সতর্কতা জারি করেছেন।
ওয়েস্টার্ন সিডনির ওয়েস্টমিডের শিশু হাসপাতালের ট্রমা সার্জন ড. এসভি সুন্দাপ্পান বলেন, বিশেষ করে গ্রীষ্ম মৌসুমে বাবা-মায়েদের এই ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া দরকার।
অস্ট্রেলিয়ায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণ হলো পানিতে ডুবে যাওয়া। ড. সুন্দাপ্পান বলেন, পানিতে ডোবার ঘটনার পরে ছোট শিশুরা স্বাস্থ্যগত নানা সমস্যার সম্মুখীন হতে পারে।

স্টেসি পিজন রয়্যাল লাইফ সেভিং এর রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের ন্যাশনাল ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি বলেন, সতর্ক তত্ত্বাবধান, সিপিআর দেয়ার পদ্ধতি সম্পর্কে জানা, এবং প্রাথমিক চিকিৎসা প্রদানে দক্ষতা ও ছোট শিশুদের পানির কাছে যাওয়া নিয়ন্ত্রণে রাখা- পানিতে ডুবে যাওয়ার ঘটনা কমাতে এ সব কিছুই খুব জরুরী।
মিজ পিজন আরও বলেন, পানিতে নেমে কীভাবে নিরাপদ থাকতে হয়, সাঁতার শেখার সময় সব বয়সীদের এ সম্পর্কে জেনে নেয়া উচিৎ।

ন্যাশনাল সুইমিং অ্যান্ড ওয়াটার সেফটি ফ্রেমওয়ার্ক শিশুদের বয়স অনুযায়ী শেখানো উচিৎ এমন সব বিষয়গুলি সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেয়।
বিশেষ করে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সাঁতার কাটার ক্ষমতা এবং পানিতে নিরাপদ এবং বেঁচে থাকার দক্ষতা অর্জন এই দুটি ব্যাপারকে গুরুত্ব দেয়া হয়ে থাকে।
সারা দেশে প্রচলিত স্কুল পাঠ্যক্রমে শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার এক পর্যায়ে সাঁতার এবং পানিতে নিরাপদ থাকার বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।

তবে অস্ট্রেলিয়ান সুইমিং কোচেস অ্যান্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সিইও ব্রেন্ডন ওয়ার্ডের মতে, শিশুরা অনেক আগে থেকেই পানির সঙ্গে পরিচিত হওয়া শুরু করতে পারে।
মি. ওয়ার্ড বলেন, সন্তানদের নিরাপদ ও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তুলতে বাবা-মায়ের সক্রিয় ভূমিকা রয়েছে।

ড. সুন্দাপ্পানের হিসাব অনুযায়ী ডুবে যাওয়ার ঘটনায় জড়িত প্রতি পাঁচজনের মধ্যে একজন সাধারণত সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় পটভূমির হয়ে থাকে।
তিনি নিজেও একজন প্রাপ্তবয়স্ক হিসাবে অস্ট্রেলিয়ায় সাঁতার শিখেছিলেন। তাই তিনি পিতামাতা এবং শিশু, সবাইকেই যত তাড়াতাড়ি সম্ভব সাঁতার শিখতে উৎসাহিত করেন।

বিভিন্ন স্টেট ও টেরিটরির পক্ষ থেকে শিশুদের সাঁতার শেখার জন্যে স্পোর্টস ভাউচার দেয়া হয়ে থাকে। সেগুলোর সুবিধা গ্রহণের পরামর্শ দেন মিজ পিজন।
অন্য যে কোনো খেলাধূলার মতই, শিশুদের সাঁতার শেখানোর জন্যে ভর্তির আগে ভাল করে খোঁজ খবর করা প্রয়োজন।
বিভিন্ন স্টেট ও টেরিটরির ভাউচার স্কিমের লিঙ্ক নিচে দেয়া হলো-
NSW
First Lap swimming vouchers ৩ থেকে ৬ বছর বয়সীদের জন্যে
NT
Sports vouchers প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্যে।
Water Safety program পাঁচ বছরের কম বয়সীদের জন্যে।
QLD
SwimStart Program (২০২৩ সালের শেষ দিকে শুরু হবে)
SA
Sports Vouchers ৫ থেকে ১৫ বছর বয়সীদের জন্যে।
TAS
Ticket to play ভাউচার।
VIC
Get Active Kids ভাউচার প্রোগ্রাম।
WA
Kids Sport প্রোগ্রাম।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।






