আজকের শীর্ষ খবর:
- রাফাতে ইসরায়েলের মারাত্মক বিমান হামলাকে অগ্রহণযোগ্য এবং ভয়াবহ বলে অভিহিত করেছেন ফরেইন মিনিস্টার পেনি ওয়াং। ইসরায়েলের বিমান হামলায় রাফার তেল আল-সুলতানের আশেপাশের টেন্ট ক্যাম্পে আগুন ধরে যায় এবং এতে অন্তত ৪৫ জনের প্রাণহানি হয়েছে।
- ফেডারাল বিরোধীদল বলছে যে, মুক্তিপ্রাপ্ত অভিবাসন বন্দীদের মাঝে অপরাধের প্রবণতা রয়েছে বলে একটি প্রতিবেদনে উঠে এসেছে। এর আগে, সিডনি মর্নিংহেরাল্ড সংবাদপত্রের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে হাইকোর্টের একটি যুগান্তকারী রায়ে মুক্তি পাওয়া ১৫৩ জন অভিবাসন বন্দীর মধ্যে অন্তত ২৮ জনের বিরুদ্ধে পরবর্তীতে বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়েছে; যা কিনা প্রায় এক পঞ্চমাংশ।
- লিঙ্গ-ভিত্তিক সহিংসতা কীভাবে কমানো যায়, সে বিষয়ে ফেডারাল সরকারকে পরামর্শ দেওয়ার জন্য একটি দ্রুত তদন্ত করা হবে। সেজন্য একটি প্যানেল করা হয়েছে। আগামী মাসের শেষের দিকে তাদের গবেষণার প্রথম অংশটি সম্পন্ন হবে। লিঙ্গ-ভিত্তিক সহিংসতা প্রতিরোধের জন্য এর মাধ্যমে সবদিক খতিয়ে দেখা হবে এবং অপরাধীদের প্রতি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
- উত্তর কোরিয়ার একটি স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বিষয়টি স্বীকার করে তারা বলেছে, এর কারণ অনুসন্ধান করা হচ্ছে। এদিকে, দক্ষিণ কোরিয়া এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, উত্তর কোরিয়ার স্যাটেলাইট ক্যারিয়ার রকেটটি মধ্য-আকাশে বিস্ফোরিত হয়েছে।
- বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। ছয় জেলায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে দেড় লাখ ঘর-বাড়ি, বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। খবর, দৈনিক প্রথম আলোর।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









