আজকের শীর্ষ খবর:
- রাজা চার্লস এবং রানী ক্যামিলার সম্ভাব্য অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনা চলছে। এ বছরের শেষ নাগাদ একটি রাজকীয় সফরের সম্ভাবনা নিয়ে স্টেট এবং টেরিটোরিগুলোর সঙ্গে ফেডারাল সরকার কথা বলেছে বলে নিশ্চিত করেছে। ক্যান্সার ধরা পড়ার পর রাজা চার্লস তার ব্যস্ততা কমিয়েছেন। এদিকে, প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেছেন, সম্ভাব্য লজিস্টিক্স নিয়ে পরিকল্পনা চলছে।
- সংসদে কাজ করার সময়ে একটি বিদেশী গুপ্তচর চক্রকে অস্ট্রেলিয়ার একজন প্রাক্তন রাজনীতিবিদ সহায়তা করেছিলেন বলা হচ্ছে। এ নিয়ে অস্ট্রেলিয়ার গুপ্তচর সংস্থার প্রতি ক্রমবর্ধমান আহ্বান জানানো হচ্ছে সেই রাজনীতিবিদের নাম প্রকাশ করার জন্য। এ ঘটনার সঙ্গে চীন জড়িত বলে রিপোর্ট করেছে সিডনি মর্নিং হেরাল্ড। ASIO এর মহাপরিচালক মাইক বার্জেস গত সপ্তাহে প্রকাশ করেন যে, একজন অস্ট্রেলিয়ান রাজনীতিবিদকে একটি বিদেশী জাতি নিয়োগ করেছিল। তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করেন নি এবং সেই রাজনীতিবিদ কোন স্তরে রাজনীতি করেন সেটাও বলেন নি।
- ভিক্টোরিয়ান আসন ডাঙ্কলির উপনির্বাচনে ৬.৩ শতাংশের ব্যবধানে এটি ধরে রেখেছে লেবার পার্টি। সপ্তাহান্তের এই উপ-নির্বাচনে লেবার পার্টির প্রাথমিক ভোট কিছুটা বেড়েছে; প্রায় ৪১ শতাংশ ভোট পেয়েছে তারা। তবে, লিবারেলদের ভোটও বেড়েছে ৭ শতাংশ।
- গাজায় যুদ্ধবিরতির আলোচনার জন্য রবিবার কায়রোতে পৌঁছেছে হামাসের একটি প্রতিনিধি দল। ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির জন্য সেখানে আলোচনা হবে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, জীবিত জিম্মিদের সম্পূর্ণ তালিকা প্রদানের দাবি প্রত্যাখ্যান করেছে হামাস। এরপর, কায়রোতে গাজা যুদ্ধবিরতি আলোচনা বর্জন করেছে ইসরায়েল।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।