মেলবোর্ন
২৬-২৮শে সেপ্টেম্বর মেলবোর্নে মেলবা (Melbourne Bengali Association) আয়োজন করেছিল বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তিনদিনব্যাপী এই উৎসবের মধ্যে ছিল পূজা-অর্চনা, ভোগ-প্রসাদ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধুনুচি নাচ আর সিঁদুর খেলা।
এসবিএস বাংলার সাথে সার্বিক আয়োজন ও কমিউনিটির সাড়া নিয়ে কথা বলেছেন মেলবা-র কোষাধ্যক্ষ তনু ঘোষ।
তিনি বলেন, "এই আয়োজন শুধু পূজার আনন্দই নয়, বরং প্রবাসে বসবাসকারী বাঙালিদের একত্রিত হওয়ার এক অসাধারণ সুযোগ, যেখানে ধর্মীয় ভক্তির পাশাপাশি মিলেমিশে থাকে সংস্কৃতি, স্মৃতি আর একাত্মতার বন্ধন।"
মেলবোর্নের পশ্চিমের শহরতলি ব্যাকাশ মার্শের ডার্লিতে এ বছর ছিল কৃষ্ণাকুটির পরিবারের আয়োজনে দুর্গাপূজা উদযাপনে ১১ম বার্ষিকী।
দুর্গাপূজা অনুষ্ঠানের মূল সগঠক সানি সঞ্জয় বলেন, "আসছে বছর কৃষ্ণাকুটিরের দুর্গাপূজার আয়োজনের এক যুগ পূর্ন হতে যাচ্ছে, আগামী বছর থেকে দিওয়ালির সাথে মিল রেখে কালিপূজাও পালন করার প্রত্যাশা করছে কৃষ্ণাকুটির পরিবার ও আমাদের শুভাকাঙ্ক্ষীরা।"
সিডনী
সিডনীর ভক্ত মন্দির সিডনী ট্রাস্টও পালন করছে দুর্গাপূজা উৎসব। শনিবার ৪ অক্টোবর সিডনীর গ্র্যান্ডভিল টাউন হলে অনুষ্ঠিত হবে এই উৎসব।
এছাড়া অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু এসোসিয়েশন-এর আয়োজনে টুঙ্গাবি ওয়েস্ট পাবলিক স্কুলে শনিবার ৪ অক্টোবর, বিপিএর আয়োজনে ৪ ও ৫ অক্টোবর ক্রয়ডন পার্কে, নবরূপ সিডনীর ৪ ও ৫ অক্টোবর সান্স সূচি পাবলিক স্কুলে, ত্রিনয়নীর আয়োজনে ৩ ও ৪ অক্টোবর চেরিব্রুক কমিউনিটি ও কালচার সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া ব্রিসবেনের ভেদান্তা সেন্টারে, প্রবাসী বেঙ্গলি অফ পার্থের আয়োজনে ২৬ ও ২৭ সেপ্টেম্বর ক্যানিং টাউন হলে, এডিলেইডের ইন্ডিয়ান বেঙ্গলি কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে ক্লোভেলী পার্ক মেমোরিয়াল হলে, ৪ ও ৫ অক্টোবর রয়েল বেঙ্গল ক্লাব টাসম্যানিয়ার উদ্যোগে হোবার্টের কিংবারাও সিনিয়র সিটিজেনস ক্লাবে, ৪ অক্টোবর ডারউইনের পূজা এন্ড কালচারাল এসোসিয়েশন অফ নর্থার্ন টেরিটারির হারমোনি হল মালাক শহরতলীতেও দুর্গাপূজা উৎসব পালনের কথা রয়েছে।
এসবিএস বাংলার সাথে মেলবোর্ন বেঙ্গলি এসোসিয়েশনের কোষাধ্যক্ষ তনু ঘোষের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।