অস্ট্রেলিয়ার ফেডারাল পার্লামেন্টে এ বছর একটি আসন বৃদ্ধি পাবে, ফলে মোট আসন সংখ্যা দাঁড়াবে ১৫১-তে। এর মধ্যে ৫০টি আসন রয়েছে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে।
অস্ট্রেলিয়ার ফেডারাল নির্বাচন সম্পর্কে লেবার দলের সদস্য ও সমাজকর্মী আবেদিন টিপু বলেন,
“নিউ সাউথ ওয়েলসে যে-দল ভাল করবে সে-দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি।”
স্টেট নির্বাচনে এই রাজ্যে লিবারাল দল বিজয়ী হয়েছে। এ সম্পর্কে আবেদিন টিপু বলেন,
“ফেডারাল এবং স্টেট ইলেকশন অনেক সময় এক রকম হয় না।”

আবেদিন টিপু বিভিন্ন নির্বাচনী আসনের সাম্প্রতিক অবস্থা বিশ্লেষণ করেন। সামগ্রিকভাবে লেবার দলের বিজয়ী হওয়ার সম্ভাবনা তুলে ধরেন তিনি। তার মতে, লেবার দলেরও দুর্বলতা রয়েছে।
“লেবার দলের দুর্বলতা হচ্ছে তাদের নেতা বিল শর্টেন জনপ্রিয় নন,” বলেন তিনি।
আবেদিন টিপুর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.





