বিভিন্ন কোম্পানি ক্ষতিকারক অনলাইন কনটেন্ট মোকাবেলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার ইসেফটি কমিশনার যে পাঁচটি নতুন ইন্ডাস্ট্রি সেফটি কোড প্রয়োগের নির্দেশ দিয়েছেন, তাতে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া কোম্পানি, অ্যাপ স্টোর, ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এবং অন্যান্যদেরকে অবশ্যই "সবচেয়ে অনুপযুক্ত" এইসব অনলাইন কনটেন্ট অপসারণ করতে হবে।
অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট,এই বাধ্যতামূলক কোডগুলির তাত্পর্যের উপর জোর দিয়েছেন।
তিনি প্রযুক্তি শিল্প জুড়ে শিশু যৌন নির্যাতন এবং সন্ত্রাসী কার্যকলাপের মত বিষয়বস্তু থেকে সৃষ্ট সমস্যাগুলিকে মোকাবেলা করার উপর গুরুত্ব দিয়েছেন।
সোশ্যাল মিডিয়া কৌশলবিদ লিলি ভংরাট-সাভাই এর মতে, অনলাইনের ব্যাপক বিস্তৃতির প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াকন্টেন্ট নিয়ে আইন প্রণয়ন করতে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

Ariful Khandakar is a cyber security specialist Source: Supplied
সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
শিশুর যৌন নির্যাতনের মতো অবৈধ বিষয়বস্তু নিয়ে অভিযোগ করতে esafety.gov.au/report দেখুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।









