মেলায় ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা, সুস্বাদু ভারতীয় স্ট্রিট ফুড, নানা রঙের বাজারের স্টল, কমিউনিটি কার্যক্রম এবং আনন্দমুখর পরিবেশ—যা সকল বয়সের মানুষের জন্যই ছিল আকর্ষণীয়।
এই মেলার অন্যতম প্রধান আয়োজক নিকি জেইন বলেন, "আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে, যারা হিউম দীপাবলি মেলা ২০২৫-এ আমাদের সঙ্গে দীপাবলির উজ্জ্বল ও প্রাণবন্ত চেতনাকে উদযাপন করেছেন।"
মেলায় বিপুল দর্শকদের উপস্থিতি, উচ্ছ্বাস এবং সহযোগিতা এই অনুষ্ঠানকে সত্যিই স্মরণীয় করে তুলেছে এবং এর অসাধারণ সফলতায় ভূমিকা রেখেছে।
One of the organisers of the Hume Diwali Mela, Ms. Nikki Jain, expressed her gratitude to everyone who joined in celebrating the bright and vibrant spirit of Diwali at the festival. Credit: SBS
"তাদের অব্যাহত সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ এবং আগামী বছর আবারও আপনাদের সঙ্গে একসঙ্গে দীপাবলি উদযাপনের অপেক্ষায় রইলাম।"
ক্রেইগিবার্নের হিউম দীপাবলি মেলায় আরো উপস্থিত ছিলেন লিবারেল পার্টির নর্থার্ন মেট্রোপলিটন রিজিওনের সাংসদ ইভান মূলহলান্ড এমপি, গ্রিনভেলের সাংসদ ইউয়ান ওয়াল্টার্স এমপি এবং কাউন্সিলর স্যাম মিশোসহ বিপুল সংখ্যক দর্শনার্থী।
Dignitaries, including Liberal Party Northern Metropolitan Region MP Ivan Mulholland, also attended the Hume Diwali Mela. Credit: SBS
মেলার অন্যতম আকর্ষণ ছিল বলিউডের জনপ্রিয় গানগুলোর সাথে সকল বয়সের শিল্পীদের নাচ।
মেলায় একজন দর্শনার্থী মি. জে তার ছোট্ট ছেলেকে নিয়ে এসেছিলেন মেলায়। তিনি উচ্ছসিত ছিলেন তার ছেলের পারফর্মেন্স নিয়ে যে কিনা এজন্য একটা ট্রফিও পেয়েছে।
মেলবোর্ন পশ্চিমের শহরতলি ট্রুগ্যানিনা থেকে মেলায় এসেছিলেন গুরপ্রীত সিং, তিনি বলেন বিদেশে দিওয়ালি উৎসব তাকে তার স্বদেশের কথা মোণে কোড়ীয়ে দেয়।
গ্রেইগিবার্ন এলাকায় ভারতীয় কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের বাস।
দীপাবলির এই উৎসবটি তাই স্থানীয় সমাজে এক অনন্য মিলনমেলার আবহ তৈরি করেছে।
প্রতিবেদনটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।