এ সপ্তাহের হাইলাইটস
- ভারতে মনিপুরের ঘটনা বিতর্কের মধ্যেই অবস্থা খাটিয়ে দেখতে সেখানে গিয়েছেন বিরোধী, ইন্ডিয়া জোটের সংসদীয় প্রতিনিধি দল।
- অন্যদিকে, মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ জানিয়েছেন,অবস্থা নিয়ন্ত্রণে আনতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে বিষয়টি দেখছেন। তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই-কে।
- আর পশ্চিমবঙ্গে, নির্বাচনী সন্ত্রাসে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যু বাড়ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে। অবস্থা এমন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা তথা রাজ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্তের জন্যে প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা মানুষজন একটা কারণ বলে রাজ্য বিধানসভায় দাবি করেছেন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









