এ সপ্তাহের হাইলাইট
- ইউক্রেনে ভারতের নাগরিকদের যুদ্ধের কাজে লাগানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার।
- মনিপুরে বিতর্কিত আদালতের রায় সংশোধনের পরও অশান্তি কমছে না।
- প্রধান বিরোধী দল,কংগ্রেসের অভিযোগ,শাসক বি জে পি মিথ্যা অভিযোগে তাদের প্রায় ৬৫ কোটি টাকা আয়কর বাবদ কেটে নিয়েছে।
- পশ্চিমবঙ্গে ,সুন্দরবন লাগোয়া সন্দেশখালিতে শাসক দলের নেতাদের অবর্ণনীয় অত্যাচারের ঘটনা আরও বেশি করে সামনে আসছে।
- ভাষা দিবসের অনুষ্ঠানে যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।









