এ সপ্তাহের হাইলাইটস
- ইসরায়েল - প্যালেস্টাইন যুদ্ধের আবহে ভারত এবং আমেরিকা, দু’দেশের বিদেশ এবং পররাষ্ট্র দপ্তরের সর্বোচ্চ নেতৃত্ব দিল্লিতে বৈঠক করেছেন।বৈঠকের পর বলা হয়েছে, সন্ত্রাসবাদকে কোন অবস্থায় সমর্থন করে না ভারত। ভারত - কানাডার সাম্প্রতিক সম্পর্কের বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে বলে খবর।
- একইসঙ্গে, প্রতিবেশী বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গ বৈঠকে আলোচিত হয়েছে বলে জানানো হয়েছে। বাংলাদেশের নির্বাচন এবং উন্নয়ন সেদেশের অভন্তরীণ বিষয় বলে ভারত এবং আমেরিকা, দু'দেশ মতপ্রকাশ করেছে।
- অন্যদিকে, বিহার বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের একটি মন্তব্যকে ঘিরে রাজনৈতিক জলঘোলা বাড়ছে। পাশাপাশি, বিরোধী দলগুলোর অভিযোগ, শাসকদল বিজেপি বনবাসীদের সম্মান করে না।
- আর, পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে টাকার বিনিময়ে সংসদে প্রশ্নের অভিযোগে বহিষ্কার করার জন্যে লোকসভার এথিক্স কমিটি সুপারিশ করেছে। স্পিকার তা গ্রহণ করলে এবং সংসদে ভোটাভুটির পর নির্ধারিত হবে যে, ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর কৃষ্ণনগর থেকে নির্বাচিত মহুয়া আর সাংসদ থাকতে পারবেন কিনা।
- আর, অভিনেত্রীদের ডিপফেক ছবি নিয়ে চর্চার জেরে কেন্দ্রীয় সরকার সোশ্যাল মিডিয়াগুলোকে তা বন্ধে দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS









