এ সপ্তাহের হাইলাইটস
- ভারতের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর সংযম পালন শুরু করেছেন। তবে ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছে না কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বেশ কিছু বিরোধী দল।
- এদিকে, লোকসভার নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে বিরোধী ইন্ডিয়া জোটের চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে, যে বৈঠকে এই সিদ্ধান্ত, সেখানে উপস্থিত ছিলেন না তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধি। নীতিশ কুমার হতে না চাওয়ায় এই সিদ্ধান্ত, এমনটাই খবর।
- এদিকে,পশ্চিমবঙ্গে রেশন এবং নিয়োগ দুর্নীতির তদন্তে ক্রমেই চাপ বাড়ছে শাসক তৃণমূল কংগ্রেসের ওপর।
- এর মধ্যে, কলকাতা যখন দেশের সবচেয়ে নোংরা শহরের তালিকায় ঠাঁই পাচ্ছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন বেসরকারি হাসপাতালগুলোর আইসিসি ইউনিটগুলো ঠিক মতো সংক্রমণ মুক্ত নয় এবং রাজ্যে করোনা আবার বাড়ছে। এই অবস্থায় আবার সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন মমতা।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









