এ সপ্তাহের হাইলাইটস
- ভারতে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে কৃষকদের আন্দোলন আবারো জোরদার হচ্ছে। অন্যদিকে, ফের অশান্ত হয়ে উঠছে মনিপুর। এর মধ্যে, রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের দেওয়া চাঁদা, ইলেক্টোরাল বন্ডের মাধম্যে গ্রহণকে অনৈতিক বলে বর্ণনা করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
- এদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসের ব্যাঙ্ক একাউন্ট বন্ধের পর আবার তা শুনানির পর চালু হয়েছে।
- আর পশ্চিমবঙ্গে, সুন্দরবন লাগোয়া সন্দেশখালিতে শাসক দলের নিচুতলার নেতাদের স্থানীয় মানুষজনের ওপর অবর্ণনীয় অত্যাচারের ঘটনা সামনে আসায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। কয়লা-গরু পাচার এবং ঘুষ মামলায় তৃণমূলের সাংসদ এবং চলচ্চিত্র-তারকা দেবকে তলব করায় রাজনীতির জল ঘোলা হচ্ছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









