এ সপ্তাহের হাইলাইটস
- মালদ্বীপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে সে দেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
- এদিকে, আরেক প্রতিবেশী দেশ মায়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি এবং সেখান থেকে সামরিক ও অসামরিক মানুষজন ভারতে পালিয়ে আসার ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কাঁটাতারের বেড়া তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- অন্যদিকে, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে সেখানকার মূর্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে; আজ সোমবার যে মূর্তিটির প্রাণপ্রতিস্টা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঐ অনুষ্ঠানকে ঘিরে একদিকে যেমন উন্মাদনা অন্যদিকে তীব্র বিতর্ক, দুইই আছে। কলকাতায় তৃণমূল কংগ্রেস দিনটি সংহতি দিবস হিসেবে পালনের ডাক দিয়েছে।
- আর, এর মধ্যেই কলকাতায় শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা; যেখানে থিম কান্ট্রি ব্রিটেন এবং বাংলাদেশের স্টলে ভিড় হচ্ছে চোখে পড়ার মত।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









