এ সপ্তাহের হাইলাইটস
- ভারতে অষ্টাদশ লোকসভা ভোটের ষষ্ঠ দফার ভোট অন্য জায়গায় শান্তিপূর্ণ হলেও পশ্চিমবঙ্গে তা রক্তাক্ত হয়েছে। মাথা ফেটেছে প্রার্থীর, গাড়ি ভাঙচুরের সঙ্গে খুন হয়েছে শাসক এবং বিরোধী দলের সমর্থকরা। এই অবস্থায় কলকাতা এবং লাগোয়া এলাকায় ১ জুন, চূড়ান্ত, সপ্তম দফার ভোট হতে যাচ্ছে।
- তার আগে, অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষজনের জন্য সংরক্ষণের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে কোর্ট রায় দিয়েছে; যার জেরে প্রায় ৫ লক্ষ মানুষের এই সংরক্ষণ বাতিল হতে যাচ্ছে; যা মানবেন না বলে মমতা বন্দোপাধ্যায় জানিয়েও দিয়েছেন।
- অন্যদিকে, জাতীয় ক্ষেত্রে বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন যে-দলের বেশি সাংসদ নির্বাচিত হবেন সে দলের নেতা। সেক্ষেত্রে রাহুল গান্ধীর নাম আগাম আলোচনায় আসে নি বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।








