এ সপ্তাহের হাইলাইটস
- ভারতে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে শাসক দল বিজেপি।
- অন্যদিকে, রাজধানী দিল্লিতে আম আদমি পার্টি এবং কংগ্রেস একসাথে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিলেও জাতীয় স্তরে, মানে সব রাজ্যে, বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া জোট তৈরির যে চেষ্টা হয়েছিল, তা খুব ফলপ্রসূ হবে এমন ইঙ্গিত মিলছে না। পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে এখনো পর্যন্ত আসন ছাড়বেন না, এমনটাই বলা হচ্ছে। যদিও কংগ্রেসের দিল্লির নেতারা জোট নিয়ে আশাবাদী।
- এরমধ্যেই কলকাতার কাছে হুগলী এবং নদীয়া জেলায় কার্যত ভোট প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি-র স্টার ক্যাম্পেইনার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ মার্চ আবার পশ্চিমবঙ্গে আসবেন মোদী। পাল্টা ১০ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
- আর এর মধ্যে, সন্দেশখালিতে ত্রাস সৃষ্টি করা তৃণমূল নেতা শেখ শাজাহান ৫৫ দিন পর গ্রেপ্তার হওয়ায় স্বস্তির নিঃস্বাস ফেলছেন সেখানকার মহিলারা।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









