এ সপ্তাহের হাইলাইটস
- প্রতিবেশী বাংলাদেশের পর ভারতেও সাধারণ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। দেশটির নির্বাচন কমিশন ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন রাজ্যে যাচ্ছেন।
- এদিকে, ভোটের আগে নাগরিকত্ব যে একটা ইস্যু হতে যাচ্ছে, তা এখনই স্পষ্ট।
- ওদিকে, শাসকদল বিজেপি-র মোকাবিলায় কংগ্রেস-সহ অন্য বিরোধীদলগুলো এককাট্টা হওয়ার চেষ্টা করছে। এর মধ্যে, পশ্চিমবঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেস নিয়োগ দুর্নীতির পর রেশন দুর্নীতিতেও রীতিমতো নাজেহাল।
- অন্যদিকে, বিজেপি অভিযোগ তুলেছে সুন্দরবন লাগোয়া এলাকায় ভোটের স্বার্থে রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের আশ্রয় দিয়েছে তৃণমূল।
- আর, ১৪ বছর পর, বামপন্থী ছাত্র-যুবকদের কলকাতার ব্রিগেড প্যারেডের সমাবেশকে কেন্দ্র করে রাজনীতির সমীকরণ বদলের চর্চা শুরু হয়েছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS







