প্রশ্নঘুষ কাণ্ডে তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ভারতের সংসদ, লোকসভা থেকে বহিস্কৃত হওয়ার পর সুর চড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
এদিকে ৫ রাজ্যের বিধানসভার ভোটে বিরোধী ইন্ডিয়া জোটের ভরাডুবি হওয়ার পর, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে এখন থেকেই আসন সমঝোতার বিষয়ে আলোচনা শুরু করতে চাইছেন বিরোধী নেতা-নেত্রীরা। আগামী সপ্তাহে দিল্লিতে এই নিয়ে বৈঠক ডাকা হয়েছে।
এই বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে সময় চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাওনা নিয়ে এই বৈঠকের জন্যে সময় না পেলে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে, কলকাতায় আন্তর্জাতিক চলচিত্র উৎসবে বলিউডের তারকাদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পা মেলানকে কটাক্ষ করেছে বিজেপি। যা নিয়ে আবার প্রবল প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। আর এই সিনে উৎসবেই ভারত এবং অস্ট্রেলিয়া দু দেশের মধ্যে শিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলীদের উন্ননয়ে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।








