এ সপ্তাহের হাইলাইট
- দিল্লিতে তিস্তার জলবণ্টন থেকে বাণিজ্য -সীমান্ত নিয়ে ভারতীয় কাউন্টারপার্ট বিনয় কোয়েত্রার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন।
- ভারত সফরে এসে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রীরা দিল্লিতে বৈঠক করেছেন তাঁদের ভারতীয় কাউন্টারপার্টের সঙ্গে।
- জি ২০ দেশগুলোর ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল -হামাস যুদ্ধের প্রেক্ষিতে শান্তির জন্যে সবাইকে হাতে হাত রেখে চলার কথা বলেছেন।
- ভারতে ডিপফেকের বিপদ বাড়তে থাকায় নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলছে কেন্দ্রীয় সরকার।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।
আরও দেখুন

ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্কের অগ্রগতি








