প্রত্যাশিতভাবেই জগদীপ ধনকার ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। কংগ্রেস-সহ বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে প্রচুর ভোটে পরাজিত করেছেন তিনি।
অন্যদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তছরুপের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে আবার জিজ্ঞাসাবাদ করায় দিল্লির রাজপথে প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম হয়েছে।
আর,পশ্চিমবঙ্গে শিক্ষকের বেআইনি নিয়োগ মামলায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন বেকায়দায় তখনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘ বৈঠক করায় জোর জল্পনা হচ্ছে। যদিও শাসকদলের দাবি, রাজ্যের বকেয়া পাওনা আদায়ে এই বৈঠক।
ভারতের সাম্প্রতিক ঘটনাগুলোর খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।
Follow SBS Bangla on FACEBOOK.




