ড. লায়লা আরজুমান জানান, গত দুই বছরে তারা মোট চারটি এ ধরনের আয়োজন করেছেন। এসব আয়োজন থেকে প্রাপ্ত অর্থ অনুদান হিসেবে জমা দেওয়া হয় ক্যান্সার কাউন্সিল নিউ সাউথ ওয়েলসের ফান্ডে।

সিডনিতে 'ড্যাফোডিল ডে মর্নিং টি' আয়োজন করে বহুসাংস্কৃতিক সংগঠন উদয় ইনক। Credit: Paul Tapash
ড. লায়লা আরজুমানের সঙ্গে সম্পূর্ণ অডিও সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।