অস্ট্রেলিয়ার বেশিরভাগ বড় বড় শহরগুলোতে সকাল-সন্ধ্যার ব্যস্ত সময়ে ব্যাটারি-চালিত স্কুটার চালাতে দেখা যায়। তবে, অনেকেই জানেন না যে, অস্ট্রেলিয়ার কোনো কোনো স্থানে, রাস্তায় ইলেক্ট্রিক স্কুটার চালানোর অনুমতি নেই।
রয়্যাল অটোমোটিভ ক্লাব অফ ভিক্টোরিয়া বা আর-এ-সি-ভি এর ট্রান্সপোর্ট, প্লানিং এবং ইনফ্রাস্ট্রাকচারের সিনিয়র ম্যানেজার পিটার কার্টসিডিমাস বলেন, বহু লোক না জেনেই হাজার হাজার ডলার ব্যয় করেন। তারা জানেন না যে, পুলিশ যদি মনে করে যে, ইলেক্ট্রিক স্কুটার প্রাইভেট প্রপার্টির বাইরে ব্যবহৃত হয়েছে, তাহলে তারা সেই ইলেক্ট্রিক স্কুটার জব্দ করতে পারে।
যারা মেলবোর্ন সিবিডি-তে গাড়ি চালিয়ে অভ্যস্ত নন, তাদের জন্য, মিস্টার কার্টসিডিমাস বলেন, হুক টার্ন করাটা বিভ্রান্তিকর এবং ভীতিকর হতে পারে।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
ট্রাম চলাচলের সুবিধার জন্য হুক টার্নের নিয়ম রাখা হয়েছে। এই নিয়ম অনুসারে, ডানে মোড় নেওয়ার জন্য একজন গাড়ি-চালককে অবশ্যই বামের লেন ব্যবহার করতে হবে।
টপ গিয়ার অস্ট্রেলিয়ার সাবেক উপস্থাপক এবং অ্যাডভান্সড ড্রাইভিং ইন্সট্রাক্টর স্টিভ পিজাটি বলেন, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যেই সবচেয়ে বেশি অদ্ভুত রোড রুলস আছে।
এগুলোর কোনো কোনোটি যৌক্তিক। যেমন, রাস্তায় অন্ত্যেষ্টিক্রিয়ার মিছিলে জেনে-বুঝে বা অজ্ঞতাবশত কোনো বাধা সৃষ্টি করার অনুমতি নেই। তবে, মিস্টার পিজাটি বলেন, অন্য কোনো কোনো নিয়মের পেছনে কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না।
তিনি বলেন, এ রকম একটি নিয়ম হচ্ছে, বাস স্টপে যদি আপনার গাড়ি দ্বারা কারও শরীরে কাদা ছিটানো হয়, তাহলে আপনার জরিমানা হতে পারে।

নিউ সাউথ ওয়েলসের পথচারী পারাপারের নিয়ম নিয়েও বিস্ময় প্রকাশ করেন স্টিভ পিজাটি।
ক্যানবেরায় রাউন্ডঅ্যাবাউটের মধ্য দিয়ে যদি সোজা যেতে চান, তাহলে রাউন্ডঅ্যাবাউট থেকে বের হওয়ার সিগন্যাল হিসেবে লেফ্ট ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। অন্যথায়, জরিমানা করা হতে পারে।
আর-এ-সি-ভি এর পিটার কার্টসিডিমাস বলেন যে, উচ্চ গতিসীমার মহাসড়কগুলোতে কেউ যদি জেনে-বুঝে অতি ধীরগতিতে গাড়ি চালান, তাহলে তাকে জরিমানা করা হতে পারে।
বাইক-চালকদের নিয়ে ভুল ধারণার বিষয়েও তিনি সতর্ক করেন।
স্টিভ পিজাটি বলেন, গাড়ি চালানোর সময়ে কাউকে হাত নেড়ে ইশারা করা কিংবা জানালা দিয়ে হাত বের করে রাখা সকল স্টেট এবং টেরিটোরিতেই বেআইনী। হর্ন বাজানো এবং হেডলাইট ফ্লাশ করারও অনুমতি নেই।

পোর্শে অস্ট্রেলিয়ার রেস ড্রাইভার হিসেবে, মিস্টার পিজাটি বিদেশে বহুকাল কাটিয়েছেন। সেখানে তিনি বিভিন্ন দেশের ড্রাইভিং সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছেন।
যে-সব গাড়ি-চালক বিদেশে লাইসেন্স পেয়েছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, বিদেশের তুলনায়, যেমন, ইওরোপের তুলনায়, অস্ট্রেলিয়ায় গাড়ি চালনার শিক্ষা ও প্রশিক্ষণ অনেক কম কঠোর।
অস্ট্রেলিয়ার প্রতিটি স্টেট এবং টেরিটোরির রোড রুলস জানার জন্য ভিজিট করুন: National Transport Commission website.
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.








