ফেডারাল বাজেট ঘোষিত হচ্ছে আজ রাতে।
এতে ৪ বিলিয়ন ডলার উদ্বৃত্ত অর্থের ঘোষণা আসতে পারে।
বিগত পনের বছরের মাঝে এবারই প্রথম এ রকম ঘটনা ঘটছে।
প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি বলেছেন, আগের কোয়ালিশন সরকারের পূর্বানুমানকে ছাড়িয়ে যাচ্ছে তার সরকারের বাজেট।
জীবন-যাত্রার ব্যয় মেটানোর ক্ষেত্রে স্বস্তি প্রদান করা হবে এই বাজেটে।
প্রশ্নোত্তর পর্বে মিস্টার অ্যালবানিজি তার দলের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বলেন, এই উদ্বৃত্ত বাজেট আগের কোয়ালিশন সরকারের পূর্বানুমানকে লজ্জিত করবে।
এদিকে, ফেডারাল বিরোধী দলের নেতা পিটার ডাটন বলেন, অ্যালবানিজি সরকারের বাজেটে ইলেকট্রিসিটি ও গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে না।
সেজন্য, সরকারের বিরুদ্ধে গ্যাস মার্কেটে হস্তক্ষেপ করার অভিযোগ করেন তিনি।
বিরোধী দলীয় নেতা পিটার ডাটন বলেন, এই বাজেটে চড়া হারে এনার্জি খরচের বিষয়টি নিয়ে কিছু করা হচ্ছে না। এর জন্য তিনি সরকারকে দায়ী করেন।
নিউ জিল্যান্ডের অকল্যান্ডে এবং নর্থ আইল্যান্ডে ভারী বৃষ্টিপাতের ফলে দুর্যোগ দেখা দিয়েছে। অকল্যান্ডে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
জনগণকে ইভাকুয়েশনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আর মধ্যপ্রাচ্যে, বলা হচ্ছে, গাজাতে বিমান হামলা করে তিন জন সিনিয়র ইসলামী জিহাদ কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েল।
ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, অন্তত আরও ৬ জন ফিলিস্তিনি এই হামলায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকেই।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









