মেলবোর্নের ঐতিহাসিক সেন্ট কিল্ডা টাউন হলে NSUAAA- এর এই বার্ষিক পুনর্মিলনীতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে তাদের পরিবারের পরবর্তী প্রজন্ম ‘ওয়েলকাম টু কান্ট্রি’ উপস্থাপন করেন, যা ভূমির ঐতিহ্যবাহী মালিকদের এবং তাদের সংস্কৃতি ও ভূমির প্রতি চলমান সংযোগকে স্বীকৃতি জানায়।
মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন, অ্যাডেলেইড এবং অস্ট্রেলিয়ার অন্যান্য স্থান থেকে প্রায় ৩৫০ জন এতে যোগ দেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ইরতিজা ইসরাক লামেয়া এবং মোম মাজিদ। অনুষ্ঠানটির সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আসা ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ এর কণ্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব, সুনিধি নায়েক, বুনো, শুভেন্দু এবং শুভ।
এক পর্যায়ে কিশোরী আলিনাকে মঞ্চে ডেকে নেন অর্ণব এবং তারা দু’জনে মিলে পরিবেশন করেন, ‘সে যে বসে আছে, একা একা’ গানটি।

মেলবোর্নের ঐতিহাসিক সেন্ট কিল্ডা টাউন হলে NSUAAA- এর বার্ষিক পুনর্মিলনীতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশের নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। Source: Supplied / NSUAAA/Tumon AHSAN
অতিথিদের জন্য ছিল ঘরোয়া স্বাদের বাংলাদেশী ভোজের ব্যবস্থা। র্যাফেল ড্র এবং ইন্টারেক্টিভ গেমস-এর আয়োজন ছাড়াও, শিশুদের জন্যও ছিল খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা।
পরিশেষে, সমবেত কণ্ঠে “ধন ধান্যে পুষ্পে ভরা” গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রেস বিজ্ঞপ্তি

এন-এস-ইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া-র কো-ফাউন্ডার সাদিয়া হক (বামে) কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে। সিডনিতে এসবিএস বাংলার স্থানীয় প্রদায়ক, দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী অস্ট্রেলিয়ান মুনাসিব হামিদের সঙ্গে তার সাক্ষাৎকারে উঠে এসেছে অস্ট্রেলিয়ায় তার অভিবাসন এবং এই সংগঠনটির কার্যক্রমের নানা দিক। Source: Supplied / Sadia Huq
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।