অঙ্কুর-অ্যাডাম দম্পতির ব্রিসবেনের বাড়ি প্রতিবছর ক্রিসমাসের সময় ঝলমলে আলো আর সজ্জায় সেজে ওঠে।
বাংলাদেশের মেয়ে অঙ্কুর আহমেদ ও ক্যানাডার ছেলে অ্যাডাম ক্লার্কের পরিবারের তৃতীয় সদস্য হচ্ছে তাদের চার বছর বয়সী কন্যা অহনা।
এই তরুণ পরিবারের সাথে এসবিএস বাংলার কথা হলো তাদের উৎসব আয়োজনের বিস্তারিত নিয়ে।

ক্রিসমাস ডে উদযাপন করছেন অঙ্কুর, অ্যাডাম ও তাদের কন্যা অহনা। Source: Supplied / Ankur Ahmed
তবে কয়েক বছর আগে অ্যাডামের সঙ্গে তার বিয়ের পরে ঈদের সাথে সাথে ক্রিসমাস বা বড়দিন পালনও তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে।
অ্যাডাম জানালেন, ক্যানাডার সাথে অস্ট্রেলিয়ার আবহাওয়ার পার্থক্য রয়েছে কিছুটা, তাই উৎসব আয়োজনেও কিছুটা ভিন্নতা থাকলেও, আসলে মিলটাই বেশি।
এই দুই দেশের ক্রিসমাসে ভিন্নতা রয়েছ খাবারের পদ বা মেনুতে। মূলত ঠান্ডা ও গরম আবহাওয়ার পার্থক্যের কারণেই এরকমটা হয়ে থাকে। তবে পরিবারের সবাই মিলে ক্রিসমাস ডে-তে আনন্দ করার ভেতরে কোনো পার্থক্য নেই।

ক্রিসমাস ট্রি-র সামনে বসে অঙ্কুর আহমেদের পরিবার। Source: Supplied / Ankur Ahmed
একই কথা জানালেন অঙ্কুর আহমেদও। তিনি বলেন,
অ্যাডাম যেভাবে ক্রিসমাস পালন করে বেড়ে উঠেছে, অহনাকে আমি ঠিক সেই আমেজটার সাথেই পরিচয় করিয়ে দিতে চেয়েছি সবসময়।অঙ্কুর আহমেদ
আর অহনা-র জন্যে তার আশা, তাদের মেয়ে এভাবেই সব ধর্ম, জাতি ও বর্ণের মানুষদের জন্যে সমান শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে বড় হবে। সবার আনন্দকে কোনো দ্বিধা ছাড়াই নিজের বলে গ্রহণ করবে অহনা, এটাই তাদের প্রত্যাশা।
অঙ্কুর-অ্যাডাম দম্পতির সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।