বাংলাদেশে চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করার পর শরিফুল ইসলাম জার্মানিতে পিএইচডি করেন। পোস্ট-ডক করার জন্য আট বছর আগে তিনি অস্ট্রেলিয়ায় আসেন।
সম্প্রতি ল্যানসেট জার্নালে প্রকাশিত তার গবেষণা-প্রতিবেদনটি সম্পর্কে তিনি বলেন,
“১৯৯০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত গত ৩০ বছরে বাংলাদেশে বিভিন্ন রোগের বিস্তার ও ঝুঁকির কারণ মূল্যায়ন করেছি।”

বাংলাদেশের রোগ-ব্যাধি ও সেসবের ঝুঁকি নিয়ে সম্প্রতি ল্যানসেট গ্লোবাল হেলথ সাময়িকীতে একটি গবেষণা-প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর অথর, অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ফিজিকাল অ্যাক্টিভিটি অ্যান্ড নিউট্রেশন-এর অ্যাসোসিয়েট প্রফেসর শরিফুল ইসলাম বলেন, “এই গবেষণায় আমরা যেটা পেয়েছি, সেটার মূল বিষয়বস্তু হচ্ছে যে, গত ৩০ বছরে বাংলাদেশে মানুষের গড় আয়ু ও সুস্থতার সাথে বেঁচে থাকার গড় আয়ু দক্ষিণ এশিয়ার মধ্যে এখন সর্বোচ্চ।” Source: Supplied / Professor Shariful Islam
“গড় আয়ু দক্ষিণ এশিয়ার মধ্যে এখন সর্বোচ্চ। বিগত ৩০ বছরে আমাদের গড় আয়ু ৫৮ বছর থেকে বেড়ে ৭৪.৬ বছর হয়েছে।”
গবেষণার ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় ভাল সুযোগ আছে বলে মন্তব্য করেন তিনি।
প্রফেসর শরিফুল ইসলামের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS









