শীর্ষ সংবাদ
- ক্রমবর্ধমান সুদের হারের কারণে বর্তমানে আর্থিক চাপ সামাল দিচ্ছেন বেশিরভাগ গ্রাহক। এ-এন-জেড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেইন এলিয়ট একটি অর্থনৈতিক কমিটিকে এ কথা বলেছেন।
- রিজার্ভ ব্যাংক কেবল সরকারের ব্যর্থ অর্থনৈতিক ব্যবস্থাপনায় সাড়া দিচ্ছে, কিন্তু, বড় চারটি ব্যাংকের প্রতিক্রিয়ার সমালোচনা করছে তারা, বলেন ন্যাশনাল দলের নেতা ডেভিড লিটলপ্রাউড।
- এদিকে, ট্রেজারার জিম চ্যালমার্স জোর দিয়ে বলেন, সরকারের বাজেট উদবৃত্ত থাকার বিষয়টি প্রমাণ করে যে, তারা দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ানদের জন্য সহায়তা প্রদান করতে সক্ষম।
- অস্ট্রেলিয়া-ভিত্তিক অ্যাক্টিভিস্ট নেইথন ল-এর পরিবারকে জিজ্ঞাসাবাদ করেছে হংকং পুলিশ। তার জন্য ওয়ারেন্ট এবং বাউন্টি বা পুরস্কারের ঘোষণা জারি করার এক সপ্তাহ পরে এই জিজ্ঞাসাবাদ করা হয়।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।








