আজকের শীর্ষ খবর
- মেলবোর্নে আসিয়ান-অস্ট্রেলিয়া শীর্ষ সম্মেলনের চূড়ান্ত দিনে এই অঞ্চলের নেতাদের কাছে প্রধানমন্ত্রী এন্থোনি আলবানিজি ৬১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থের প্রকল্প কর্মসূচির প্রতিশ্রুতির রূপরেখা দিতে যাচ্ছেন।
- গতকাল মঙ্গলবার দুজন ক্লাইমেট এক্টিভিস্ট মেলবোর্নের একটি প্রধান ফ্রিওয়েতে ট্র্যাফিক লেন আটকে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
- ভারোয়া নামের একটি ধ্বংসাত্মক কীট কীভাবে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে তার সর্বশেষ তদন্তের অংশ হিসাবে পুলিশ তিনটি স্টেটে ছয়টি প্রোপার্টিতে অভিযান চালিয়েছে।
- টেসলা সি-ই-ও এলন মাস্ক জার্মানির একটি টেসলা কারখানায় সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনাটি অর্থহীন কাজ বলে সমালোচনা করেছেন।
- গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর পর থেকে বিভিন্ন এলাকার ভবনগুলোতে অভিযান।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।








