সেটেলমেন্ট গাইড:আদমশুমারি ২০২১, কেন এবং কীভাবে আপনি অংশ নেবেন?

August 10, 2021 is Census Night

Census Night is on 10 August 2021 Source: Getty Images

অস্ট্রেলিয়ান জনগণ ন্যাশনাল সেনসাস বা জাতীয় আদমশুমারির সময়ে তাদের বয়স, সংস্কৃতি, ধর্ম, নৃতাত্ত্বিক উত্তরাধিকার, শিক্ষা ইত্যাদি বিষয়ে প্রতি পাঁচ বছর পর পর তথ্য দেয়।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • প্রতি পাঁচ বছর পর পর অস্ট্রেলিয়ার প্রতিটি ব্যক্তি এবং বাড়িতে জনগণনা করা হয় এবং ফর্ম পূরণের সময় ৬০টি প্রশ্ন করা হয়
  • তথ্য নিরাপদ রাখতে অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্টাটিস্টিক্স একটি নিখুঁত সিস্টেম তৈরী করতে পিডব্লিউসি এবং আমাজন ওয়েব সার্ভিসের মত বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের সাথে যুক্ত করেছে
  • ইন্ডিজিনাস এবং অভিবাসী সম্প্রদায়গুলো যদি তাদের কথাগুলো বলতে চায় তবে তাদের জন্য আদমশুমারিতে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ 

অগাস্ট ১০ তারিখ হচ্ছে আদমশুমারির রাত (সেনসাস নাইট), এবং আদমশুমারি থেকে পাওয়া অস্ট্রেলিয়ার ২৫ মিলিয়ন লোকের এই তথ্য সরকার, ব্যবসায় এবং কমিউনিটি গ্রূপগুলোকে প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অস্ট্রেলিয়ানদের জন্য কী ধরণের অবকাঠামো নির্মাণ এবং সেবা প্রয়োজন।  

ন্যাশনাল সেনসাস অফ পপুলেশন এন্ড হাউজিংয়ের তরফে প্রতি পাঁচ বছর পর পর অস্ট্রেলিয়ার প্রতিটি ব্যক্তি এবং বাড়িতে গণনা করা হয়।  

অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্টাটিস্টিক্সের সেনসাস ডিভিশনের জেনারেল ম্যানেজার ক্রিস লিব্রেরি বলেন, অস্ট্রেলিয়ান আদমশুমারির জন্য ৬০টি প্রশ্ন করা হয় যা অন্য যে কোন দেশের তুলনায় বিস্তৃত।

গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, অবকাঠামোর মত বিষয়ে সরকারের সকল ধরণের সিদ্ধান্তের জন্য জনসংখ্যা তথ্য গুরুত্বপূর্ণ। 

অরেঞ্জ এবরোজিনাল মেডিকেল সার্ভিসের সিইও জেমি নিউম্যান বলেন, সেন্ট্রাল ওয়েস্ট কমিউনিটির যেসব সার্ভিস প্রয়োজন তা প্রতিষ্ঠিত করতে আদমশুমারির উপাত্ত অত্যন্ত সহায়ক। 

২০১৬ সালের আদমশুমারির সময় সাইবার আক্রমণের ফলে সেনসাস সাইটটি বন্ধ করে দিতে হয়েছিল, এরপর থেকে তথ্য-উপাত্তগুলোর সুরক্ষা দিতে এবিএস নতুন সিস্টেম চালু করে।

Every five years, a count is taken of every person and home in Australia in the national Census.
Every five years, a count is taken of every person and home in Australia in the national Census. Source: Getty Images

তবে ২০২০ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ান ন্যাশনাল অডিট অফিস বলেছে যে আগামী আদমশুমারির পরিকল্পনা আংশিক কার্যকর, এবং এই সিস্টেমের মধ্যে কিছু দুর্বলতা খুঁজে পেয়েছে। 

কিন্তু সেনসাস জিএম ক্রিস লিব্রেরি বলেন, নতুন সিস্টেমটি অত্যাধুনিক এবং উঁচুমানের। 

গত আদমশুমারির বিষয়ে যে সিনেট তদন্ত হয়েছে তারা দেখেছে যে ৯ অগাস্ট ২০১৬ সালে এবিএস যে সাইট বন্ধ করে দিয়েছিলো তা সঠিক সিদ্ধান্ত ছিল। উত্তরদাতাদের নাম-ঠিকানার বাধ্যতামূলক সংগ্রহ এবং তা চার বছর সংরক্ষণের বিষয়টিও সিনেট তদন্ত পরীক্ষা করেছে।

The ABS has built a new system after the 2016 Census cyberattacks in order to protect data.
The ABS has built a new system after the 2016 Census cyberattacks in order to protect data. Source: Getty Images

তবে এবিষয়ে উদ্বিগ্ন জনগণকে কিছু না জানানোর জন্য এবিএসকে ওই তদন্ত কমিটি ভর্ৎসনা করেছে।  

মিঃ লিব্রেরি বলেন, নাম-ঠিকানা সংগ্রহ ও সিস্টেমে থাকার ফলে এবিএসের সেনসাস রেকর্ডটি সরকারের অন্যান্য প্রশাসনিক উপাত্তগুলো মিলিয়ে নিতে সহায়ক হয়, যা প্রাপ্ত পরিসংখ্যানের মান উন্নত করে। 

তবে তিনি জোর দিয়ে বলেন, এবিএস শুধু সমষ্টিগত পরিসংখ্যান তৈরী করে এবং কোন ব্যক্তির ব্যক্তিগত তথ্য প্রকাশ করে না বা অন্য কারো কাছে প্রকাশ করে না, এমনকি সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছেও না।  

এবিএস সিস্টেম তৈরী করতে পিডব্লিউসি এবং আমাজন ওয়েব সার্ভিসের মত বড় প্রতিষ্ঠানগুলোকে তাদের সাথে যুক্ত করেছে। তাদের সাথে চুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়াতেই শুধু সার্ভারে তাদের ডাটা সংরক্ষিত হবে।

Keeping names and addresses enables the ABS to match the Census records with other government administrative data.
Keeping names and addresses enables the ABS to match the Census records with other government administrative data. Source: Getty Images

সাধারণত আদমশুমারির রাতেই জনগণনা শেষ হয়। যদিও, এইবার, আপনি যখনি নির্দেশনা পাবেন তখনি এটি সম্পন্ন করতে পারবেন, যেটি আগস্টের শুরুতে পাঠানো হবে।  

এসময় আপনি প্রতিটি বাড়ির জন্য অনলাইনে সেনসাস পূরণ করতে একটি নির্দিষ্ট সেনসাস নাম্বার পাবেন, সেইসাথে একটি অস্থায়ী পাসওয়ার্ড পাবেন অথবা আপনি অটোমেটেড ফোন রিকোয়েস্ট সার্ভিসের মাধ্যমে পেপার ফর্ম চাইতে পারেন। 

মিঃ লিব্রেরি বলেন, অস্ট্রেলিয়ার সকলকে এই ফরমটি পূরণ করতে হবে, তাদের ভিসা স্ট্যাটাস যাই হোক না কেন, তবে বিদেশী কূটনীতিবিদ এবং তাদের পরিবারগুলো এতে অন্তর্ভুক্ত হবে না।

১৯০৫ সালের সেনসাস এন্ড স্ট্যাটিস্টিক্স এক্ট অনুযায়ী আদমশুমারিতে তথ্য প্রদান বাধ্যতামূলক। মিঃ লিব্রেরি বলেন, আদমশুমারিতে অংশ না নিলে বড় ধরণের জরিমানার মুখোমুখি হবে।  

বড় ধরণের প্রকল্প ছাড়াও আদমশুমারির ডাটা স্থানীয় কমিউনিটির চাহিদা পূরণে প্রাসঙ্গিক সেবা দেয়ার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যেমন, স্থানীয় স্পোর্টিং ক্লাব বা সুপারমার্কেটে নির্দিষ্ট পণ্য, বা লাইব্রেরিতে বিভিন্ন ভাষার বইয়ের সরবরাহ। 

মিঃ নিউম্যান বলেন, ইন্ডিজিনাস এবং অভিবাসী সম্প্রদায়গুলো যদি তাদের কথাগুলো বলতে চায় তবে তাদের জন্য আদমশুমারিতে অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আপনার ভাষায় সেনসাস সম্পর্কে জানতে ২০২১ সালের সেনসাস ওয়েবসাইটটি ভিজিট করুন। 

এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

আরো দেখুন:


Share

Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now