অস্ট্রেলিয়ায় এখন আপেলের মৌসুম চলছে এবং এর উচ্চ চাহিদাও রয়েছে, কিন্তু ইয়ান পিয়ার্সের মতো আপেল উৎপাদকেরা বলছেন যে তাদের মুনাফা ক্রমশ হ্রাস পাচ্ছে।
এমনকি ক্রেতারা জানাচ্ছেন যে তারাও পরিস্থিতির চাপ অনুভব করছেন।
আরও অনেক ক্রেতা বলছেন, জীবনযাত্রার ব্যয়-বৃদ্ধির এই সঙ্কটের মধ্যে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সব পক্ষ থেকেই আরও জবাবদিহিতা থাকা দরকার বলে তারা মনে করেন।
কোলস এবং উলওয়ার্থস এই দুটি কোম্পানিই গত বছর প্রায় বিলিয়ন ডলার মুনাফা ঘোষণা করেছিল, এর ফলে অনেকেই তাদের পণ্যের দাম অতিরিক্ত বাড়ানোর অভিযোগ তুলেছে।
আর তাই সুপারমার্কেট এবং পণ্য সরবরাহকারীদের মধ্যে সম্পর্ক নিয়ে একটি পর্যালোচনা হওয়ার পরে এই খাতের জন্য একটি ঐচ্ছিক আচরণবিধি এখন বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়।
ট্রেজারার জিম চামার্স এই প্রতিবেদনকে স্বাগত জানিয়ে যুক্তি দিয়েছেন যে এর করা সুপারিশগুলি সব পক্ষের জবাবদিহিতা বাড়িয়ে তুলবে।
সুপারিশকৃত পরিবর্তন অনুযায়ী কোনো কোম্পানি আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তি হিসেবে ১০ মিলিয়ন ডলার বা কোম্পানির বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।
কোলস এবং উলওয়ার্থসের ক্ষেত্রে এর পরিমাণ চার বিলিয়ন ডলারেরও বেশি।
লেবার দলের সাবেক মন্ত্রী ক্রেইগ এমারসন, যিনি সুপারমার্কেট পর্যালোচনার নেতৃত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে কঠোর শাস্তি অনৈতিক আচরণকে নিরুৎসাহিত করতে সহায়তা করবে।
ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি ডেভিড জোহিনকি বলেছেন যে এই ধরনের অনৈতিক আচরণের মধ্যে রয়েছে অন্যায়ভাবে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কথা বলা কৃষকদের ভয় দেখানো এবং কালো তালিকাভুক্ত করা।
সম্মিলিতভাবে এই দুটি সুপারমার্কেট জায়ান্ট অস্ট্রেলিয়ার বাজারের প্রায় দুই-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করে থাকে।
কোলস বলছে যে তারা এই বিধিটি সমর্থন করতে পেরে গর্বিত, এদিকে উলওয়ার্থস বলছে যে তারাও এটি মানতে প্রস্তুত, তবে তারা চায় অ্যামাজন এবং কস্টকোর মতো অন্যান্য বড় খুচরা বিক্রেতাদের ক্ষেত্রেও যেন একই নিয়ম প্রয়োগ করা হয়।
স্বতন্ত্র এই রিভিউ উলওয়ার্থস এবং কোলসের এই ডুয়োপলি ভেঙে ফেলার জন্য ব্যবহার করা যেতে পারে এমন ক্ষমতা প্রবর্তনের পরামর্শ দেয়া থেকে বিরত ছিলো।
গ্রিনস এবং ন্যাশনাল উভয় দলই এই পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছিল, কারণ তাদের মতে সুপারমার্কেট জায়ান্টদের যদি সম্পদ বিক্রির মাধ্যমে বাজারে তাদের অংশ হ্রাস করতে বাধ্য করা হয় তাহলে তা আরও বেশি প্রতিযোগিতাকে উৎসাহিত করবে।
তবে ড. এমারসন বলেছেন যে তিনি মনে করেন যে এই পদ্ধতিটি ঠিকমতো কাজ করবে না কারণ অন্য যেসকল স্থানীয় কোম্পানি রয়েছে তাদের এই সম্পদগুলি কেনার ক্ষমতা নেই।
কোয়ালিশন এবং গ্রিনস ড. এমারসনের দেয়া এই প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করেছে।
বিরোধীদলীয় নেতা পিটার ডাটন এই রিভিউকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন, অন্যদিকে গ্রিন সিনেটর নিক ম্যাককিম মনে করেন যে এ প্রতিবেদন খুব বেশি গভীরে যায়নি।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার লিঙ্কে ক্লিক করুন।
READ MORE

জীবনযাত্রার ব্যয় এতো বাড়ছে কেন?
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।