SBS Examines: অস্ট্রেলিয়ায় বর্ণপ্রথা বাড়ছে, আক্রমণ থেকে শুরু করে আলাদা জন্মদিনের অনুষ্ঠান পালনের ক্ষেত্রেও

Caste discrimination Header.png

A recent landmark report found caste discrimination is pervasive in Australia, even extending to segregated birthday parties for some children in South Asian communities. Image credit: Pexels

বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ায় বর্ণভিত্তিক বৈষম্য এবং ‘অস্পৃশ্যতা’-র চর্চা বাড়ছে। তবে কিছু দক্ষিণ এশীয় মানুষ এর বিরুদ্ধে লড়াই করছেন।


বর্ণপ্রথা নিয়ে প্রতিবেদনের প্রধান গবেষক আসাং ওয়ানখেড়ে একজন বৈষম্যবিরোধী আইনজীবী এবং তিনি দলিত সম্প্রদায় থেকে আসা।

তিনি বলেছেন, অংশগ্রহণকারীরা জানিয়েছেন যে কর্মসংস্থান, শিক্ষা, বাসস্থান এবং সামাজিক মেলামেশা, সব ক্ষেত্রেই বর্ণপ্রথাকে কেন্দ্র করে বৈষম্যের অভিজ্ঞতা রয়েছে।

আসাং বলছেন,“এটা এক ধরনের ধারাবাহিকতা—একদিকে যেখানে চরম শারীরিক আক্রমণ ঘটে, অন্যদিকে খুব সূক্ষ্ম ও গোপন বৈষম্যও দেখা যায়।”
আপনি যে বর্ণ নিয়ে জন্মেছেন সমাজে আপনি সেই বর্ণ অনুযায়ী নির্দিষ্ট অবস্থানই পাবেন, আর সেই অবস্থান কখনও অতিক্রম করা যায় না।
মি. আসাং ওয়ানখেড়ে অস্ট্রেলিয়ায় বর্ণপ্রথা ভিত্তিক বৈষম্য নিয়ে গবেষণা পরিচালনা করেছেন এবং দেশের বিভিন্ন বড় শহরে দলিতদের সঙ্গে কথা বলেছেন।

তিনি দেখতে পেয়েছেন যে স্কুল, বিশ্ববিদ্যালয় ও কর্মক্ষেত্রসহ সব বয়স ও জায়গায় বর্ণপ্রথা ভিত্তিক বৈষম্যের অভিজ্ঞতা প্রায় একই রকম।

এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় বর্ণপ্রথাকে কেন্দ্র করে বৈষম্য নীরবে চলতে পেরেছে।

তবে অস্ট্রেলিয়ান হিউম্যান রাইটস কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান এখন বর্ণপ্রথা ভিত্তিক বৈষম্যকে স্বীকৃতি দিতে শুরু করেছে এবং এই ধরনের বৈষম্যের বিরুদ্ধে আইনি সুরক্ষার পথ তৈরি করছে।

“আন্ডারস্ট্যান্ডিং হেইট”-এর এই পর্বে দেখানো হয়েছে, কীভাবে অস্ট্রেলিয়ায় বর্ণপ্রথা ভিত্তিক বৈষম্য ঘটে এবং দক্ষিণ এশীয় সম্প্রদায়ের কিছু মানুষ কীভাবে এর বিরুদ্ধে লড়াই করছেন।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।

এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন।

ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand