অস্ট্রেলিয়ান সেন্টার ফর জিউইশ সিভিলাইজেশনের পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর ডেভিড স্লুকি এসবিএস এক্সামিন্স (SBS Examines)-কে বলেন, "এন্টি - সেমিটিজম সাধারণত সংজ্ঞায়িত হয় ‘ইহুদিদের প্রতি ঘৃণা বা ইহুদিদের প্রতি বর্ণবৈষম্য’ হিসেবে।”
তিনি আরও বলেন, “এটি হতে পারে ইহুদি-বিরোধী গালি, প্রতীক, অবমাননাকর উপাধি বা গ্রাফিতির মাধ্যমে। এটি হতে পারে ইহুদিদের তাদের পরিচয়ের কারণে ভয় দেখানো। হতে পারে সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক জীবন থেকে তাদের বর্জন করা। মূলত, যেকোনো কিছু যা ইহুদিদেরকে যে সমাজে তারা বাস করে, সেখানে অন্য সবার মত সমান মর্যাদাসম্পন্ন নিয়ে বাস করতে বাধাগ্রস্ত করা, সেটাই ইহুদি-বিরোধিতা বা এন্টি - সেমিটিজম।”
নোমি কাল্টম্যান একজন অরথোডক্স ইহুদি নারী, তিনি মেলবোর্নে বসবাস করেন। তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর থেকে তার সম্প্রদায়ের মধ্যে ভয়ের অনুভব অনেকটাই বেড়েছে।
“আমরা এখনো গর্বিতভাবে ইহুদি পরিচয়ে বেঁচে আছি, ইহুদি জীবনই যাপন করছি। শুধু আগের চেয়ে একটু বেশি সতর্ক হয়ে গেছি,” তিনি বলেন।
“মেলবোর্নের যেকোনো উপাসনালয়ে আপনি দেখবেন, বাইরে সশস্ত্র নিরাপত্তারক্ষী দাঁড়িয়ে আছেন শুধু উপাসনাকারীদের সুরক্ষার জন্য। আমি মনে করি, বেশিরভাগ অস্ট্রেলিয়ানই শুনে অবাক হবেন যে এই দেশেই ইহুদিরা এভাবে বাঁচছেন। আমার কাছে এটি খুবই কষ্টদায়ক—আমি হয়তো এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিয়েছি, কিন্তু আমি এটা মেনে নিই না যে, অস্ট্রেলিয়ায় ইহুদিদের এভাবে জীবন যাপন করতে হবে।”
Understanding Hate (বা ঘৃণার স্বরূপ বোঝা-এর এই পর্বে, আমরা আজকের অস্ট্রেলিয়ায় ইহুদি-বিরোধিতার প্রভাব নিয়ে আলোচনা করছি।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।