সিডনির দক্ষিণে অবস্থিত অরেঞ্জ সুপারমার্কেট-এ দোকান থেকে চুরি এতটাই নিয়মিত হয়ে উঠেছে যে কর্মীরা বলছেন, এটি যেন এখন দৈনন্দিন রুটিনের অংশ।
“মূলত প্রতিদিনই চুরি হয় এবং কমপক্ষে দিনে গড়ে ২০০–৩০০ ডলারের ক্ষতি হয়, যা অনেক সময় ৫০০–৬০০ ডলারে পৌঁছায়,” বলেন একজন সুপারমার্কেট কর্মী লিঝেন কাই।
এভাবে জমতে জমতে ক্ষতির অঙ্কও বড় হয়।
অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জানায়, গত বছর দেশে ২৭০,০০০ খুচরা চুরির ঘটনা রেকর্ড হয়েছে, যা এর আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি এবং গত দুই দশকের সর্বোচ্চ।
ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি লেকচারার এবং সাবেক পুলিশ কর্মকর্তা ড. ভিনসেন্ট হার্লে মনে করেন, “মুদ্রাস্ফীতি, খণ্ডকালীন চাকরিতে স্বল্প মজুরি, এসব কারণে অনেকেই টিকে থাকার জন্যও চুরিকে বিকল্প হিসেবে বিবেচনা করছে এই জীবনযাত্রার ব্যয়ের সংকটে।”
ক্রাইম স্টপার্স ভিক্টোরিয়া জানায়, ওই স্টেটে খুচরা চুরির প্রায় ৭০ শতাংশই করে বারংবার করা অপরাধীরা। এদের অনেকেই সংগঠিত নেটওয়ার্কের অংশ।
এইসব কারণেই হ্যারি ঝাও মনে করেন, চুরি ঠেকানো যেন এক হেরে যাওয়া যুদ্ধ।
একজন সুপারমার্কেট কর্মী ঝাও বলেন, “চুরি করা স্বার্থপরতা, অন্যদের প্রতি অন্যায্য আচরণ, এটি সমাজে অনিরাপত্তা এবং ভয়ের পরিবেশ তৈরি করে।”
ফিচারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।
এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন।
ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









