মি. ফয়সাল বাহার এসবিএস বাংলাকে জানান, বাংলাদেশে তাঁর পরিবারের দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি অস্ট্রেলিয়ায় এই লাইটিং ব্যবসা প্রতিষ্ঠা করেছেন।
আলোচনা করতে গিয়ে তিনি অস্ট্রেলিয়ার বাজারে উচ্চ পরিচালন খরচ, দক্ষ কর্মী পাওয়া এবং ব্যবসা টিকিয়ে রাখার মতো উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলোর কথা তুলে ধরেন।
অস্ট্রেলিয়ার ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং সাফল্যের সূত্র সম্পর্কে তিনি বলেন, "আসলে অস্ট্রেলিয়া একটি সুযোগের দেশ। তবে এখানে ব্যবসা করা সহজ না। বড় চ্যালেঞ্জ হলো ধরেন এখানে উচ্চ অপারেটিং খরচ, দক্ষ কর্মী পাওয়া এবং গ্রাহকদের আস্থা অর্জন করা। তবে যদি মান বজায় রাখা যায় সেবা ভালো এবং গ্রাহকদের প্রতিশ্রুতি ঠিক রাখা যায় তাহলে সফলতা নিশ্চিত।"
মি. বাহার তাঁর ব্যক্তিগত উদ্যোক্তা হওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি একটি আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি, পাশাপাশি একটি আইটি বা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি গড়ে তুলেছিলেন।
নবীন উদ্যোক্তাদের জন্য তাঁর পরামর্শ হলো ছোট পরিসরে ব্যবসা শুরু করা, বাজার সম্পর্কে গভীর গবেষণা করা, সরকারি সহায়তাগুলো কাজে লাগানো এবং সফল হতে ধৈর্য, সততা ও প্রতিশ্রুতির গুরুত্বকে বোঝা।
তিনি নতুন উদ্যোগের জন্য অর্থায়ন পাওয়ার কৌশল নিয়ে বলেন, কোনো ব্যবসায় বড় বিনিয়োগ চাইলে তার আগে ছোট আকারে লাভজনকতার প্রমাণ দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সম্ভাব্য বিনিয়োগকারী বা ঋণদাতাদের আস্থা অর্জনের মূল চাবিকাঠি।
অর্থায়ন ও ব্যবসা শুরু করার কৌশল সম্পর্কে মি. বাহার বলেন, "একদম নতুন ব্যবসা হলে যেটা হয় আসলে ব্যাংক বা ইনভেস্টররা আস্থা অর্জন করতে একটু সময় লাগে... তো এই ক্ষেত্রে নিজের সাধ্যমত খুবই অল্প পরিসরে শুরু করতে খুব বেশি ফান্ডের দরকার হয় না।
"যতক্ষণ আপনি আসলে দেখাতে না পারবেন যে আপনার যে আইডিয়াটা সত্যি কাজ করছে, ততক্ষণ কিন্তু কেউ ফান্ডিং করতে যাবে না, সেটা ব্যাংক বা ইনভেস্টর, যেই হোক," বলেন তিনি।
উদ্যোক্তাদের প্রতি সাধারণ পরামর্শ দেন ফয়সাল বাহার, "আমি সবার আগে আমি সকলকে বলব স্বপ্ন দেখুন। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। এখানে আপনার রিস্কের বিষয় আছে, সারাক্ষণ নেটওয়ার্কিং-এর ব্যাপার আছে, বিভিন্ন লার্নিং কার্ভ আছে... সবচাইতে বড় বিষয় হলো ধৈর্য, সততা এবং নিয়মিত প্রচেষ্টা। সাফল্য পেতে সময় নেয় কিন্তু পরিশ্রমের ফল অবশ্যই আছে।"
এছাড়াও, নতুন উদ্যোগের ক্ষেত্রে ফয়সাল বাহারের আরও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, "প্রথমে বাজার ও গ্রাহক সম্পর্কে ভালোভাবে জানুন, এবং একটি ছোট পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করুন।"
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।
এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন।
ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









