চলতি বছরের ফেব্রুয়ারিতে, অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্ট ক্রিমিনাল কোড অ্যামেন্ডমেন্ট (হেইট ক্রাইমস) বিল পাস করে, যা ১৯৯৫ সালের ক্রিমিনাল কোড অ্যাক্ট-এর বিদ্যমান বিধানে পরিবর্তন আনে।
এই বিলটি গত বছর ফেডারেল লেবার এমপি এবং সাবেক অ্যাটর্নি-জেনারেল মার্ক ড্রেফাস পার্লামেন্টে উপস্থাপন করেন।
তিনি বলেন, নতুন সুরক্ষাগুলো আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহিংসতার আগেই হস্তক্ষেপ করতে সাহায্য করবে।
ড্রেফাস বলেন, "এতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন আরও ভালোভাবে হেইট, এক্সট্রিমিজম বা সহিংসতার উসকানি দাতাদের বিরুদ্ধেই কাজ করতে পারবে।"
এই আইনের উদ্দেশ্য হলো অস্ট্রেলিয়ার বিদ্যমান আইনগুলো আরও জোরদার করা, বিশেষ করে সাম্প্রতিক অ্যান্টিসেমিটিক ভায়োলেন্সের প্রতিক্রিয়ায়।
এই আইন দিয়ে আমরা একটি পরিষ্কার বার্তা দিচ্ছি—যারা আমাদের সমাজকে বিভক্ত করতে চায়, তাদের জন্য কোনো স্থান নেই। হেইট স্পিচ বা ঘৃণামূলক আচরণ যা অন্যদের প্রতি সহিংসতা সৃষ্টি করে—তা এই দেশে বরদাস্ত করা হবে না।সাবেক অ্যাটর্নি-জেনারেল মার্ক ড্রেফাস
তবে বিশেষজ্ঞরা বলছেন, যদিও এই আইনগুলো স্বাগতযোগ্য, কিন্তু আরও অনেক কিছু করা দরকার।
এসবিএস এক্সামিন্সের এই প্রতিবেদনে ইন্টারন্যাশনাল ডে ফর কাউন্টারিং হেইট স্পিচ (১৮ জুন) উপলক্ষে আমরা বুঝতে চেয়েছি — অস্ট্রেলিয়ার নতুন হেইট স্পীচ বিরোধী আইন কীভাবে আমাদের সমাজে এর প্রভাব মোকাবিলার চেষ্টা করছে, এবং আরও কী কী করা যেতে পারে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।