বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে সম্প্রতি সংঘটিত হয় এক মর্মান্তিক ঘটনা।
২৬ জুন গভীর রাতে ৩৬ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয় এবং অভিযুক্ত ব্যক্তি রাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তদন্তের মাধ্যমে প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়।
এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে মামলা রুজু ও তদন্ত চলছে। ২৯ জুন ২০২৫ তারিখে কুমিল্লার পুলিশ সুপারের স্বাক্ষরিত এক প্রেস রিলিজ থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকলেও তাকে গ্রেফতারে বিশেষ অভিযান চালানো হয় এবং গ্রেপ্তারের সময় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে আগের একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাও মেলে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
সিডনি বিক্ষোভের বিবরণ
এই ঘটনার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন—অস্ট্রেলিয়ান অ্যালায়েন্স ফর ইথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ—৪ জুলাই শুক্রবার সিডনির মার্টিন প্লেসে এক শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে ২৪টি সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও ব্যানার হাতে সমাবেশে একত্রিত হন।
সমাবেশের মূল বক্তব্য ছিল সংখ্যালঘুদের নিরাপত্তা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম পরিচালক অমল দত্ত। তিনি বলেন,
বাংলাদেশে বারবার সংখ্যালঘুদের উপর সহিংসতা আমাদের দারুণভাবে ব্যথিত করে। আন্তর্জাতিক সম্প্রদায় যেন এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখে, সেটাই আমাদের প্রত্যাশা
এদিকে বিবিসি নিউজ বাংলার বরাতে জানা গেছে,
ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে এবং এর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করা হবে।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।