একজন ইন্দোনেশীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মুসলিম মিস্টার ওকির হজ্জ পালনের গল্প

Week in Pictures, Global

File Photo - Muslim pilgrims gather at the top of the rocky hill known as the Mountain of Mercy, on the Plain of Arafat, during the annual Hajj pilgrimage, near the holy city of Mecca, Saudi Arabia. Source: AP / Rafiq Maqbool/AP

মুসলমানদের মতে, হজ শুধু একটি ভ্রমণ নয়, এটি আত্মশুদ্ধি ও স্রষ্টার সান্নিধ্য লাভের অনন্য মাধ্যম। কিন্তু করোনা-পরবর্তী সময়ে হজের নিয়মে এসেছে আমূল পরিবর্তন।


আজ আমরা শুনবো একজন ইন্দোনেশীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মুসলিম মিস্টার ওকির হজের গল্প—যিনি ২০১৯ সালে করোনা-পূর্ববর্তী সময়ে হজ করেছিলেন। পাশাপাশি, বর্তমান নিয়মের সাথে তার অভিজ্ঞতার তুলনা জানবো আমরা।

মুসলমানদের মতে, হজ শুধু একটি ভ্রমণ নয়, এটি আত্মশুদ্ধি ও স্রষ্টার সান্নিধ্য লাভের অনন্য মাধ্যম। কিন্তু করোনা-পরবর্তী সময়ে হজের নিয়মে এসেছে আমূল পরিবর্তন। কেমন ছিল ওকির হজের প্রস্তুতি? কেন তিনি অস্ট্রেলিয়া থেকে গিয়েছিলেন? বর্তমানে অস্ট্রেলিয়ান মুসলিমদের জন্য কী সুপারিশ তার?

ওকির কাছে তাঁর হজের প্রেরণা জানতে চাইলে তিনি বলেন, হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। শারীরিক, আর্থিক ও মানসিকভাবে সক্ষম হলে প্রতিটি মুসলিমের জন্য এটি ফরজ। তাঁর জন্য এটি ছিল পাপমুক্তি ও আত্মার পুনর্জাগরণের সুযোগ—যেমন নবজাতকের মতো নিষ্পাপ হওয়ার স্বপ্ন।

ইন্দোনেশীয় বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও অস্ট্রেলিয়া থেকে হজ করার কারণ হিসেবে মিস্টার ওকি বলেন, ২০১৯ সালে অস্ট্রেলিয়ান কোটা ব্যবস্থা সহজ ছিল। সৌদি সরকার অস্ট্রেলিয়ানদের জন্য হাজার হাজার কোটা দিত। কিন্তু এখন তা কমে মাত্র ২,০০০-এ নেমেছে। বর্তমানে তিনি অন্যদের নিজ দেশ থেকে হজে যাওয়ার পরামর্শ দেন।

হজ এজেন্সির মাধ্যমেই করতে হয়—ভিসা, থাকা-খাওয়া, রিট্যুয়াল সবই তারা অর্গানাইজ করে। তবে এজেন্সি বাছাইয়ের সময় ডকুমেন্টেশন (পাসপোর্ট, রেসিডেন্সি প্রমাণ) নিয়ে সতর্ক থাকতে বলেন তিনি।

অপরিচিত মানুষের সাথে শেয়ার্ড রুমে থাকা হজের অংশ, যা আপনার জন্য আরামদায়ক নাও হতে পারে। কিন্তু পরে ওই মানুষগুলোর সাথেই পরিবারের মতো বন্ধন তৈরি হয়। হজের সময় সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়েও জানান মিস্টার ওকি।

বর্তমান নিয়মে হজ করতে অস্ট্রেলিয়ানদের জন্য পরামর্শ দিয়ে মিস্টার ওকি বলেন, সৌদি সরকার এখন লটারির মাধ্যমে হাজি বাছাই করে। তাই আর্থিক প্রস্তুতি রাখার পাশাপাশি হজের ধাপগুলো শেখার জন্য স্থানীয় কমিউনিটি কোর্সে অংশ নিতে বলেন তিনি।

পুরো সাক্ষাতকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand