ইন্ডিজেনাস অধিকার কর্মী মিলি ইনগ্রাম বলেছেন যে তিনি গত ৬৫ বছর ধরে অস্ট্রেলিয়ার আদিবাসী অধিকারের জন্য লড়াই করছেন।
তিনি সিডনির রেডফার্নে একটি 'হ্যাঁ' প্রচার সমাবেশে বলছিলেন যে এই গণভোটটি সমস্ত অস্ট্রেলিয়ানদের জন্য একটি সুযোগ যা হবে অস্ট্রেলিয়ার জন্য মঙ্গলজনক।
অন্যদিকে, টাসমানিয়ার আদিবাসী কর্মী মাইকেল ম্যানসেল বলেছেন ভয়েস একটি দুর্বল প্রস্তাব, (এর পরিবর্তে) তিনি বরং একটি চুক্তির পক্ষে।
তিনি বলেছেন আদিবাসীদের জন্য তার লক্ষ্য হল তার ভাষায় ন্যায়বিচার পাওয়া, যার সুযোগ (ভয়েস) উপদেষ্টা পরিষদে কম।
ভয়েস নিয়ে এই বিতর্ক প্রসঙ্গে ল গ্রাজুয়েট অর্ণব ঘোষ রয় দুপক্ষের প্রচারণা সম্পর্কে বলেন, এখানে পক্ষে-বিপক্ষে সবারই যুক্তি আছে।
ভয়েস নিয়ে এই রেফারেন্ডাম বা গণভোট আসলে কি?

মি. রয় বলেন, এই পরিবেশ দেখে অনেকটা নির্বাচনকালীন আবহ মনে হবে।
"কিন্তু এটি কোন নির্বাচন নয়, সংবিধানে কোন কিছু পরিবর্তন করতে যে পদ্ধতিটি প্রয়োগ করা হয়, এটিই হচ্ছে রেফারেন্ডাম।"
ভয়েস নিয়ে একটি প্রশ্ন হচ্ছে এটি আলাদা কোন 'রেইস' বা 'বর্ণ' তৈরী করবে কিনা?
এ প্রসঙ্গে মি. রয় বলেন, প্রয়োজন বলে মনে করলে সংবিধানের সেকশন ৫১(২৬) ধারা অনুযায়ী যে কোনো রেইসের লোকদের জন্য কমনওয়েলথ পার্লামেন্টকে বিশেষ আইন প্রণয়ন করার ক্ষমতা দেয়া হয়েছে।
ভয়েস প্রতিষ্ঠিত হলে ল্যান্ড ট্যাক্স এবং সম্পত্তি হারানোর মত এমন কিছু বিভ্রান্তিকর তথ্য খোলাসা করে অর্ণব ঘোষ রয় বলেন, ভয়েস প্রতিষ্ঠিত হলে বিদ্যমান ন্যাটিভ টাইটেল আইনের ক্ষেত্রে কোন প্রভাব পড়বে না, যা সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে।
ভয়েস গণভোটে 'না' জয়ী হলে তার প্রতিক্রিয়া কি হবে?
ভয়েসের বিপক্ষে 'না' প্রচারকারীদের যুক্তি থাকলেও মি. রয় মনে করেন, 'না' ভোট জয়ী হলে নানা ধর্ম, বর্ণ এবং সংস্কৃতির মিলন ক্ষেত্র অস্ট্রেলিয়ার উদার সমাজের ধারণার উপর নেতিবাচক প্রভাব পড়বে।
২০২৩ সালের ইন্ডিজিনাস ভয়েস টু পার্লামেন্ট গণভোট সম্পর্কে আরো জানুন এসবিএস নেটওয়ার্ক থেকে, সেইসাথে এনআইটিভির মাধ্যমে ফার্স্ট নেশন্স পরিপ্রেক্ষিত থেকেও জানতে পারেন।
এসবিএস ভয়েস রেফারেন্ডাম পোর্টাল থেকে আর্টিক্যাল, ভিডিও এবং পডকাস্ট শুনুন ৬০টিরও বেশি ভাষায়, অথবা এসবিএস অন ডিমান্ড-এ ভয়েস রেফারেন্ডাম হাব থেকে দেখুন সর্বশেষ খবর এবং বিশ্লেষণ, ডকুমেন্টারি এবং বিনোদনমূলক অনুষ্ঠান।
প্রতিবেদনটি পড়তে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, বিদ্যমান সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।










