সলিসিটর মি. অর্ণব ঘোষ রায়ের সাথে সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

Melbourne-based lawyer Mr. Arnab Ghosh Roy has been actively engaged in addressing cases that specifically impact this community. Credit: Arnab Ghosh Roy
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস সাউথ এশিয়ান-এ আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
আরও শুনুন

“পারিবারিক সহিংসতা নিয়ে সচেতনতা বেড়েছে”