People visit a cattle market to buy a sacrificial animal for the upcoming Eid al-Adha or the Feast of the Sacrifice. (AP Photo/Mohammad Sajjad) Source: AP
মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা।ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত পবিত্র এই দিনটি। বাঙালি সমাজে ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন।এই অস্ট্রেলিয়ায় কিভাবে পশু কোরবানি করা হয় এ নিয়ে এসবিএস বাংলার সাথে কথা বলেছেন হোসাইন আরজুর , যিনি একজন সৌখিন ফার্মার যিনি সিডনির অদূরে গোলবার্নে একটি খামার বাড়ি প্রতিষ্ঠা করে সেখানে পশু পালন করছেন এবং কোরবানির ব্যবস্থা করছেন। হোসাইন আরজুর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।