সিটি থেকে দূরে অস্ট্রেলিয়ার এই ছোট্ট শহরটি এখন একটি সমৃদ্ধ বহুসাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে

Screenshot 2025-06-02 113921.jpg

Anuadha Khadka is the principal of the Nepali Language School, run by Dubbo Nepalese Community Australia. Credit: SBS Examines/James Elliott

এই বছর, এসবিএস তাদের ৫০ বছরে পদার্পণ করছে, আর তা উদযাপন করতে আমরা শেয়ার করছি বিভিন্ন সংস্কৃতির সফলতা এবং গর্বিত বহু-সাংস্কৃতিক কমিউনিটির গল্প। আজকের প্রতিবেদনে আছে নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল ওয়েস্ট অঞ্চলের ডাবো শহরে স্টেটের অন্যতম বৃহৎ সম্প্রদায় নেপালি ও ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর কথা।


গার্গী গাঙ্গুলী ১৯৯৯ সালে একটি চাকরির জন্য ডাবোতে আসেন। তখন তিনি ভেবেছিলেন, হয়তো অল্প সময়ের জন্য এখানে থাকবেন ।

"আমি নিজেকে বলেছিলাম, দেখো, হ্যাঁ, এটা একটা চাকরি। সম্ভবত দুই-তিন বছর এখানে থাকব, তারপর অন্য কোথাও চলে যাব," তিনি বলেন।

কিন্তু দীর্ঘ পথ পরিক্রমায় গার্গী গাঙ্গুলি এখন ওরিসন (ORISCON - Orana Residents of Indian Sub-Continental Heritage)-এর চেয়ার। গার্গী পূর্ব ভারত থেকে আসা একজন মাইগ্র্যান্ট।

গার্গী স্বীকার করেন যে এখানে থিতু হতে শুরুতে অনেক সংগ্রাম করতে হয়েছিল, তবে বলেন ডাবো এখন হয়ে উঠেছে কমিউনিটির বিকাশমান জায়গা।
লোকজন বলে, ডাবোর ধুলো একবার জুতায় লেগে গেলে, সেটা আর আপনাকে ছাড়ে না।
রাজীব ভট্টরাই ডাবো নেপালিজ কমিউনিটির চেয়ার, তারা নেপালি নববর্ষ আয়োজন করছে।

পুরুষেরা সকাল সকাল ওয়ারুঙ্গা পার্কে জড়ো হন খাবার প্রস্তুতের জন্য।

পার্কের বারবিকিউ প্লেটগুলোতে তারা বরফভর্তি বাক্স থেকে মসলা মাখানো মাংস ঢালছেন, কেউ কেউ ঐতিহ্যবাহী পোশাকে, পাশে বাজছে নেপালি সঙ্গীত।

আধঘণ্টা পর রান্না শেষ, আর সবাই জড়ো হতে শুরু করেছে — তাদের মধ্যে ছিলেন ডাবোর লর্ড মেয়র জশ ব্ল্যাক।

লর্ড মেয়র জোশ ব্ল্যাক বলেন, অভিবাসী সম্প্রদায় ডাবো শহরকে বসবাসের জন্য আরও ভালো একটি জায়গায় রূপান্তরিত করেছে।

"এটা আমাদের সম্পূর্ণ কমিউনিটির অনুভবকে সমৃদ্ধ করেছে এবং এমন কিছু দিয়েছে, যা আগে ডাবোতে ছিল না," তিনি বলেন।
গার্গী বলেন, যদিও এই পথচলা সব সময় সহজ ছিল না, তবুও তা সার্থক ছিল।

"লোকজন বলে যে বর্ণবাদ সব সময়ই উপরে উপরে থাকে... শুধু গ্রামীণ শহরেই নয়, এটা সর্বত্রই আছে। আর আমার মনে হয়, এটা মূলত অজানার প্রতি একধরনের ভয়ের অনুভব থেকেই আসে," তিনি বলেন।

"আমরা যা করতে চেয়েছি, তা হলো একটি গ্রহণযোগ্য কমিউনিটি গড়ে তোলা। আর ORISCON সেই জায়গা তৈরি করতে সাহায্য করেছে, কারণ আমরা এমন জায়গা তৈরি করি যেখানে পুরো কমিউনিটি একসাথে আসতে পারে। শুধুমাত্র একটি নির্দিষ্ট সাংস্কৃতিক গোষ্ঠীর জন্য নয়, পুরো সম্প্রদায়ের জন্য।"

তিনি বলেন, "যখন পুরো কমিউনিটি একত্রিত হয়, তখনই আপনি শিখতে পারেন, বেড়ে উঠতে পারেন, নিজেকে গড়ে তুলতে পারেন এবং আপনি একজন প্রকৃত অস্ট্রেলিয়ান হয়ে উঠতে পারেন।"

SBS Examines-এর এই পর্বটি ডাবোতে এসবিএস-এর যাত্রার ৫০ বছর উদ্‌যাপন করছে, যেখানে সফল ও গর্বিত বহুসাংস্কৃতিক সম্প্রদায়গুলোর গল্প তুলে ধরা হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/sbsexamines

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস





Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand