ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে অ্যারো-স্পেস ইঞ্জিনিয়ারিং-এর উপর ডিগ্রি নিয়েছেন বাংলাদেশী অস্ট্রেলিয়ান তৌফিক হক। সম্প্রতি তিনি স্পেস অ্যান্ড এগ্রিকালচার টেকনলজি নিয়ে কাজ করছেন। তার প্রতিষ্ঠান স্পাইরাল ব্লু, আর্থ অবজার্ভেশন সার্ভিস কাজে নিয়োজিত। অস্ট্রেলিয়ার ডিফেন্স ফোর্সের সঙ্গে তারা কাজ করার চিন্তা-ভাবনা করছেন। বিশেষ করে ন্যাভাল সার্ভেইলেন্স নিয়ে। অস্ট্রেলিয়ায় ডিগ্রি নেওয়া তৌফিক হক এখন তার প্রযুক্তির প্রসার ঘটাতে চান বাংলাদেশে।