আর্থিক সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেতন কমানোর জন্য চাপ দিচ্ছে

Students listening to the US Secretary of State at Melbourne Uni (AAP).jpg

Students listening to the US Secretary of State at Melbourne Uni Source: SBS / AAP

যেমনটি মার্কিন প্রেসিডেন্ট লক্ষ লক্ষ শিক্ষার্থীর হাজার হাজার ডলার ঋণ কমিয়ে দেয়ার ঘোষণা করেছেন, ঠিক তেমন ঘটনা অস্ট্রেলিয়ার বেলায় প্রযোজ্য নয়, বলেছেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি লোন সিস্টেমের স্থপতি। তবে অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে আর্থিক চাপে আছেন এবং লেখাপড়ার খরচ কম দেখতে চান।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • হেকস হেলপ (HECS HELP) ঋণের সুদ ধার্য্য করা হয় মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে
  • তিন মিলিয়ন লোকের হেকস হেলপ (HECS HELP) ঋণ রয়েছে, যার পরিমাণ মোট ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি
  • ছাত্র সংগঠনগুলো বিনা খরচে শিক্ষার দাবী জানাচ্ছে
এই বছর আর্টস ডিগ্রী নিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতক হবেন এটিকাস কর। এবং ডিগ্রী শেষে তার পড়ালেখার ঋণ দাঁড়াচ্ছে প্রায় বিশ হাজার ডলার।

তিনি বলছেন, আপনি যখন ইউনি-তে প্রবেশ করছেন তখন আপনার বয়স ১৮ বছর, আপনি তখন ইউনি-তে যাওয়ার জন্য উত্তেজিত থাকেন, আপনি শেষ পর্যন্ত কতটা ঋণী হবেন তা নিয়ে আপনার চিন্তা থাকে না, কিন্তু তারপরে ডিগ্রী শেষে বুঝতে শুরু করবেন, ওহ মাই গড, আমাকে এতো ঋণ শোধ করতে হবে?

এটিকাস কর একজন শিক্ষক হতে চান, তাই তাকে মাস্টার্স ইন এডুকেশন পড়তে হবে, যার জন্য দুই বছরে ৬০ হাজার ডলার খরচ হবে।

তিনি বলছেন, তরুণ বয়সে কোন ব্যয়বহুল ডিগ্রীতে পড়া এবং তারপরে একটি নির্দিষ্ট পরিমাণ উপার্জন করলে তা পরিশোধ করার চাপ - এটি খুবই ভীতিকর, বিশেষ করে এই মুহূর্তে যখন জীবনযাত্রার ব্যয় অনেক বেশি।

অস্ট্রেলিয়ার টারশিয়ারি শিক্ষার্থীরা হেকস হেলপ (HECS HELP) ঋণ নামে পরিচিত ফেডারেল সরকারের কাছ থেকে স্বল্প সুদে ঋণের মাধ্যমে তাদের ডিগ্রি সম্পন্ন করে।
এজন্য যে সুদ ধার্য্য করা হয় তা মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে করা হয়, এবং শিক্ষার্থীরা যখন বছরে ৪৮,০০০ ডলার উপার্জন করে তখন তারা অর্থ পরিশোধ শুরু করে।

অস্ট্রেলিয়ান ট্যাক্সেশন অফিসের ডেটা থেকে দেখা যায় যে প্রায় তিন মিলিয়ন লোকের হেকস হেলপ (HECS HELP) ঋণ রয়েছে, যার পরিমাণ মোট ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি।

২০২১ সালে জনপ্রতি এই ঋণের গড় পরিমাণ ছিল ২৩ হাজার ৬৮৫ ডলার।

সেই পরিমাণটি গত জুলাই মাসে নতুন সূচকের হারের অধীনে ৯২৩ ডলার বেড়েছে, যা প্রায় ৩.৯ শতাংশ এবং গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

সোফি নগুয়েন ইউনিভার্সিটি অফ মেলবোর্নের স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি।

তিনি বলছেন, আমরা সম্প্রতি ক্যাম্পাসে বিনামূল্যে খাবার বিতরণের কর্মসূচী নিয়েছিলাম, সেখানে অনেকে লাইন ধরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে, এবং এটা প্রমাণ করে যে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সমস্যা আছে, তারা কষ্ট করছে, এবং কোভিডও এজন্য দায়ী।

এদিকে ছাত্র সংগঠনগুলো বিনা খরচে শিক্ষার দাবী জানাচ্ছে।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (O-E-C-D)-এর করা বিশ্লেষণ দেখায় যে যুক্তরাজ্যে গড় বার্ষিক ইউনিভার্সিটি ফী সর্বোচ্চ প্রায় ১২,০০০ মার্কিন ডলার, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, চিলি, আয়ারল্যান্ড, জাপান এবং কানাডা।

এর পরই অস্ট্রেলিয়া, যার গড় বার্ষিক খরচ প্রায় ৫,০০০ মার্কিন ডলার।

অন্য দিকে, ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানিতে ফী বছরে গড়ে ২৫০ মার্কিন ডলারেরও কম।

এদিকে ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং তুরস্ক তাদের সব বাসিন্দাদের জন্য বিনামূল্যে শিক্ষা দেয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সপ্তাহে ঘোষণা করেছেন যে যারা বছরে ১২৫,০০০ ডলারের কম উপার্জন করে তাদের শিক্ষা ঋণ থেকে ১০,০০০ ডলার কমিয়ে দেয়া হবে।

এই পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন সরকার প্রতি বছর ২৪ বিলিয়ন ডলার ব্যয় করবে।

তবে অস্ট্রেলিয়ার হেকস হেলপ (HECS-HELP) সিস্টেমের একজন স্থপতি - প্রফেসর ব্রুস চ্যাপম্যান বলেছেন, অস্ট্রেলিয়ায় এ ধরণের কোন পরিকল্পনার প্রয়োজন নেই।

তিনি বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে শিক্ষা ঋণ ফেরত দিতেই হবে, তাদের পরিস্থিতি যাই হোক না কেন, এর ফলে বেকার অনেক স্নাতক রয়েছেন যারা তাদের ঋণ পরিশোধ করতে পারে না।

তিনি মনে করেন, অস্ট্রেলিয়ায় শিক্ষা ঋণ মওকুফ করা হলে তার চাপ করদাতাদের উপর পড়বে।

তিনি বলছেন, যেহেতু শিক্ষার্থীরা হেকস (HECS) সুবিধা পাচ্ছে এবং যার পরিমাণ বছরে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার, সে হিসেবে নিজেকে প্রশ্ন করুন সরকার হিসাবে আপনি কি বছরে এই পরিমাণ অর্থ বাজেট থেকে হারাতে চান? এর অর্থ হবে উচ্চ কর বসানো কিংবা সম্ভবত আমাদের বর্তমানে যে অন্যান্য প্রোগ্রামগুলো রয়েছে তার সম্পূর্ণ অর্থায়নের ঘাটতি হওয়া।

ফেডারেল সরকার বলছে, নতুন অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি অ্যাকর্ড অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির খরচ সামর্থ্যের মধ্যে আনা হবে।

সরকার, বিশ্ববিদ্যালয় এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি পরিকল্পিত অংশীদারিত্বের প্রতিশ্রুতি দিয়েছে লেবার সরকার।

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand